কবিতা: রৌদ্রে লেখে জয়
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
হানাদারদের, বর্গি, খাজনা
ক. সরকারকে---- দেওয়া সব নাগরিকের কর্তব্য।
খ. বহু পূর্বে বাংলায়--- এসে হানা দিত, মানুষ মারত, ধনসম্পদ লুট করত।
গ. -- পরাজিত করেই মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছিলেন।
উত্তর: ক. সরকারকে খাজনা দেওয়া সব নাগরিকের কর্তব্য।
খ. বহু পূর্বে বাংলায় বর্গি এসে হানা দিত, মানুষ মরত, ধনসম্পদ লুট করত।
গ. হানাদারদের পরাজিত করেই মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছিলেন।
প্রশ্ন: এ দেশের মুক্তিসেনারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং কেন?
উত্তর: এ দেশের মুক্তিসেনারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। বাংলাদেশ দীর্ঘদিন পশ্চিম পাকিস্তানিদের অধীনে ছিল। পাকিস্তানি শাসকরা বহু বছর ধরে এ দেশের মানুষের ওপর অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে। পাকিস্তানি শাসকরা বাঙালির স্বাধীনতা, ভাষা ও ন্যায্য অধিকার থেকে চিরদিনের জন্য বঞ্চিত করতে চেয়েছিল। প্রিয় মাতৃভূমিকে এ অবস্থা থেকে রক্ষা করার জন্য মুক্তিসেনারা পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছিলেন।
আরো পড়ুন : রৌদ্র লেখে জয় কবিতার ৩টি প্রশ্নোত্তর
প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না কেন?
উত্তর: মুক্তিযোদ্ধারা এ দেশের বীর সন্তান। মুক্তিযোদ্ধাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। কারণ, তারাই হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন। পাক হানাদার বাহিনীকে মুক্তিযোদ্ধারা পরাজিত করায়, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
প্রশ্ন: ‘বর্গি এল খাজনা নিতে, মানুষ মারল কত’—এ কথা দিয়ে কী বোঝানো হয়েছে?
উত্তর: বর্গিরা খাজনা নেওয়ার নাম করে এ দেশে এসে মানুষ মেরে, লুটতরাজ করে ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে বাঙালির ধনসম্পদ নিয়ে পালিয়ে যেত। উপরোক্ত উদ্ধৃতিতে এ কথাই বোঝানো হয়েছে।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখা, ঢাকা
কবীর