অষ্টম অধ্যায়: নগদান বই
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। নগদ উদ্বৃত্ত তৈরি হয় কীসের ভিত্তিতে?
ক) দৈনিক খ) মাসিক
গ) সাপ্তাহিক ঘ) বাৎসরিক
২। জাবেদার অন্যতম শাখা হিসেবে বিবেচিত কোনটি?
ক) হিসাব খ) নগদান বই
গ) খতিয়ান ঘ) আর্থিক বিবরণী
৩। কন্ট্রা অ্যান্ট্রি কী?
ক) প্রারম্ভিক দাখিলা
খ) সমাপণী দাখিলা
গ) বিপরীত দাখিলা
ঘ) সমন্বয় দাখিলা
৪। নগদান বইকে হিসাবের কী নামে ডাকা হয়?
ক) পাস বই
খ) প্রকৃত বই
গ) চূড়ান্ত বই
ঘ) প্রাথমিক বই
৫। নগদান বই সর্বদা নিচের কোনটি দেখায়-
ক) নিট মুনাফা
খ) ডেবিট উদ্বৃত্ত
গ) ক্রেডিট উদ্বৃত্ত
ঘ) ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত
৬। জাবেদা ও ক্ষতিয়ান উভয়ই হলো-
ক) নগদান বই খ) ক্রয় বই
গ) বিক্রয় বই ঘ) রেওয়ামিল
৭। বিপরীত দাখিলার ক্ষেত্রে কোনটি লেখা হয়?
ক) এ খ) বি
গ) সি ঘ) ডি
৮। নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক) ধারে ক্রয়-বিক্রয়
খ) নগদে ক্রয়-বিক্রয়
গ) নগদ প্রাপ্তি
ঘ) নগদ প্রাপ্তি ও নগদ দেওয়া
৯। নগদান বই কোন জের দেখাতে পারে না?
ক) ডেবিট জের
খ) ক্রেডিট জের
গ) উভয়টি
ঘ) কোনোটিই নয়
১০। নিচের কোনটি নগদান বইয়ে পাওয়া যায়?
ক) নিট মুনাফা
খ) নিট ক্ষতি
গ) ডেবিট উদ্বৃত্ত
ঘ) ক্রেডিট উদ্বৃত্ত
১১। তিনঘরা নগদান বইতে কোন বাট্টা লিপিবদ্ধ করা হয়?
ক) নগদ বাট্টা
খ) কারবারি বাট্টা
গ) ক্রয় বাট্টা
ঘ) বিক্রয় বাট্টা
১২। নগদান বইয়ের ডেবিট দিকে কী থাকে?
ক) নগদ প্রাপ্তি
খ) নগদ দেওয়া
গ) বকেয়া খরচ
ঘ) বকেয়া লেনদেন
আরো পড়ুন : খতিয়ান অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
১৩। নগদ তহবিল মিলিয়ে দেখা কার অপরিহার্য কর্তব্য?
ক) মালিকের খ) ক্যাশিয়ারের
গ) ম্যানেজারের ঘ) কর্মকর্তার
১৪। জাবেদা ও নগদান বইয়ের ছকে নিচের কোনটির মিল রয়েছে?
ক) ভাউচার নম্বর খ) চালান নম্বর
গ) খতিয়ান পৃষ্ঠা ঘ) রসিদ নম্বর
১৫। প্রচলিত নগদান বই কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
১৬। ছোট ব্যবসায়ের জন্য কয় ঘরা নগদান বই ব্যবহৃত হয়?
ক) একঘরা খ) দুঘরা
গ) তিনঘরা ঘ) সবগুলো
১৭। একঘরা নগদান বইয়ের মোট কলাম সংখ্যা কত?
ক) ৬টি খ) ৮টি
গ) ১০টি ঘ) ১২টি
১৮। দুঘরা নগদান বইয়ের মোট কলাম সংখ্যা কত?
ক) ৫টি খ) ৮টি
গ) ১০টি ঘ) ১২টি
১৯। তিনঘরা নগদান বইয়ের মোট কলাম সংখ্যা কত?
ক) ৬টি খ) ৮টি
গ) ১২টি ঘ) ১৪টি
২০। তিনঘরা নগদান বই থেকে কয় ধরনের তথ্য জানা যায়?
ক) ৩ ধরনের খ) ৪ ধরনের
গ) ৫ ধরনের ঘ) অসংখ্য
২১। বিপরীত দাখিলার সময় `সি’ কোন ঘরে লিখতে হয়?
ক) খতিয়ান পৃষ্ঠা খ) রসিদ নম্বর
গ) ভাউচার নম্বর ঘ) ব্যাংক হিসাব
২২। দুঘরার চেয়ে তিনঘরা নগদান বইয়ের কোন ঘরটি বেশি থাকে?
ক) নগদ টাকা খ) ব্যাংক টাকা
গ) ভাউচার নম্বর ঘ) বাট্টা
২৩। পাওনাদার রবিনকে ৭% বাট্টায় ৮০০০ টাকা পরিশোধ করা হলো। এ ক্ষেত্রে বাট্টার পরিমাণ-
ক) ৮০০ টাকা খ) ৫৬০ টাকা
গ) ৬৫০ টাকা ঘ) ৪৮০ টাকা
২৪। কোন বাট্টা ক্রেতার জন্য আয় স্বরূপ?
ক) প্রাপ্ত বাট্টা
খ) প্রদত্ত বাট্টা
গ) উভয়টিই
ঘ) কোনোটিই নয়
উত্তর: ১. ক, ২. খ, ৩. গ, ৪. খ, ৫. খ, ৬. ক, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. গ, ১১. ক, ১২. ক, ১৩. খ, ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. গ, ১৮. ঘ, ১৯. খ, ২০. খ, ২১. ক, ২২. ঘ, ২৩. খ, ২৪. ক।
লেখক : সিনিয়র শিক্ষক
শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা, ঢাকা
কবীর