
ষষ্ঠ অধ্যায় : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
(গত ২১ জুন প্রকাশের পর)
৭। ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা’ রাষ্ট্রের কোন ধরনের কাজ?
ক) ঐচ্ছিক কাজ খ) আবশ্যক কাজ
গ) অপরিহার্য কাজ ঘ) অনাবশ্যক কাজ
৮। রাষ্ট্র প্রধানত কত ধরনের ভূমিকা পালন করে?
ক) ২ ধরনের খ) ৩ ধরনের
গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের
৯। ‘জনগণের অধিকার রক্ষা’ রাষ্ট্রের কোন ধরনের কাজ?
ক) ঐচ্ছিক কাজ খ) আবশ্যক কাজ
গ) অপরিহার্য কাজ ঘ) অনাবশ্যক কাজ
১০। সার্বভৌমত্বের মূল বৈশিষ্ট্য-
i. রাষ্ট্রের স্বাধীনতার ধারক
ii. রাষ্ট্রের চরম ক্ষমতা
iii. বিচারিক কাজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপক পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একজন দার্শনিকের মতে, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত হয় একটি নির্দিষ্ট সংগঠন।
১১। ওপরের উদ্দীপকে কোন দার্শনিকের কথা বলা হয়েছে?
ক) গার্নার খ) প্লেটো
গ) অ্যারিস্টটল ঘ) ম্যাকাইভার
১২। ওপরের উদ্দীপকের নির্দিষ্ট সংগঠনের উপাদান হলো-
i. সার্বভৌমত্ব
ii. সরকার
iii. ভূখণ্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৩। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ কোনটি?
ক) জনগণের চিকিৎসা ব্যয় মেটানো
খ) জনগণকে শিক্ষিত করে তোলা
গ) নদী খননের ব্যবস্থা করা
ঘ) অবকাঠামো নির্মাণ
আরো পড়ুন : রাষ্ট্র, নাগরিকতা ও আইন অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
১৪। রাষ্ট্র গঠনের পূর্বশর্ত ও রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?
ক) সার্বভৌমত্ব খ) নির্দিষ্ট ভূখণ্ড
গ) জনসমষ্টি ঘ) সরকার
১৫। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
ক) রুশো খ) জন লক
গ) ম্যাকাইভার ঘ) অ্যারিস্টটল
১৬। বর্তমানে নগর রাষ্ট্রের বদলে কোন রাষ্ট্রের উদ্ভব ঘটেছে?
ক) জাতীয় রাষ্ট্রের খ) আধুনিক রাষ্ট্রের
গ) গণতান্ত্রিক রাষ্ট্রের ঘ) সমাজতান্ত্রিক রাষ্ট্রের
১৭। নাগরিকের অন্যতম দায়িত্ব-
i. ভোট দেওয়া
ii. সংবিধান মেনে চলা
iii. আইনের প্রতি সম্মান দেখানো
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৮। কেউ আইন অমান্য করলে সমাজে কী দেখা যায়?
ক) অপরাধ খ) শৃঙ্খলা
গ) বিশৃঙ্খলা ঘ) অসচেতনতা
১৯। আইনের অনুশাসন হলো-
i. রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা
ii. আইনের প্রাধান্য
iii. সাম্য প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
উত্তর: ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. গ, ১১. গ, ১২. ঘ, ১৩. খ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. খ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর