
উদ্যোক্তা হতে আসলে কী লাগে সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নেই। অনেকেই আছেন যারা ব্যবসা শুরু করতে চান কিন্তু টাকার অভাবে তা করা থেকে বিরত থাকেন। আপনি যদি কোনো বিখ্যাত উদ্যোক্তা বা ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন যে ব্যবসা শুরু করতে কী লাগে, তারা কখনোই শুরুতে প্রচুর পুঁজি নিয়ে ব্যবসা শুরু করার পরামর্শ দেবেন না। মূলত একটি কোম্পানি চালানোর জন্য প্রয়োজন প্রথমত সাহস এবং ধৈর্য।
উদ্যোক্তা হওয়ার জন্য সাহসের প্রয়োজন। কারণ, আপনি এমন একটি পথ নিচ্ছেন যা আপনি আগে কখনো নেননি। এখানে কোনো পাহারাদার নেই। দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও কেউ আপনাকে অর্থ দেবে না, আপনাকেই এটি উপার্জন করতে হবে। সবাই এই অনিশ্চয়তা সহ্য করতে পারে না। যারা পারে তারা সাহসী। আপনি যদি অপেক্ষা করতে পারেন তাহলে আপনিও একজন উদ্যোক্তা হতে পারেন।
অধ্যবসায় ব্যবসায়িক সাফল্যের মূল কারণগুলোর মধ্যে একটি। লাভ-লোকসান ব্যবসার অংশ। রাতারাতি লাভ আসে না। কাঙ্ক্ষিত মুনাফা ও সাফল্য পেতে হলে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যতবার আপনি হোঁচট খাবেন, ততবার আপনাকে ফিরে যেতে হবে এবং ক্ষতির কারণ হওয়া ভুলগুলো সংশোধন করতে এগিয়ে যেতে হবে। কারণ, আপনি একজন উদ্যোক্তা হওয়ার জন্য লড়াই করেছেন।
আপনি যদি শান্ত এবং ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই ফলাফল দেখতে পাবেন। ধৈর্য আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনার কাজের গতি বাড়ান এবং আরও চেষ্টা করুন। সুযোগ সৃষ্টি হবে। প্রত্যেক উদ্যোক্তারই জানা উচিত যে, তারা তাদের কোম্পানিকে কোথায় নিয়ে যেতে চান।
উচ্চাভিলাষী হতে হবে
উদ্যোক্তাকে অন্যদের থেকে যা আলাদা করে তা হলো উচ্চাকাঙ্ক্ষা। আপনার লক্ষ্য সহজ করবেন না। আপনার গ্রাহকরা আপনার কোম্পানির সাফল্যের চাবিকাঠি। গ্রাহক আপনার পরিষেবা বা পণ্যের সঙ্গে সন্তুষ্ট হলেই আপনার কোম্পানি টেকসইভাবে বৃদ্ধি পাবে। গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে, মানসম্পন্ন পরিষেবা এবং পণ্য সরবরাহে বিশেষ মনোযোগ দিন।
যোগ্য এবং দায়িত্বশীল কর্মীদের দিয়ে আপনার কোম্পানি পরিচালনা করুন। আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং উচ্চাকাঙ্ক্ষার বীজ বপন করতে হবে। তারা দৈনিক ভিত্তিতে যা করে তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। একটি ভালো, বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ এবং কর্মীদের সন্তুষ্টির দিকে কাজ করার ইচ্ছার ফলে আপনার কর্মীরা উদ্যোগের সাফল্য নিশ্চিত করতে তাদের সব হৃদয় দিয়ে অক্লান্ত পরিশ্রম করবে।
সঠিকভাবে হিসাব রাখতে হবে
উচ্চাকাঙ্ক্ষা ভালো, কিন্তু অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা খারাপ। উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে বাস্তবতা থেকে বিচ্যুত হবেন না। বাস্তবতার সংস্পর্শে থাকার সর্বোত্তম উপায় হলো সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা। ব্যবসায় সফল হতে হলে সব হিসাব সঠিকভাবে রাখতে হবে। ক্রয়, বিক্রয়, প্রদেয় হিসাব এবং তালিকার বিস্তারিত রেকর্ড বজায় রাখলে কোম্পানির লাভ-লোকসান সম্পর্কে সঠিক ধারণা থাকবে। প্রতিটি সেক্টর কীভাবে ব্যয় করে তা জানা আপনাকে সেই অনুযায়ী বাজেটে সহায়তা করবে। যদি সম্ভব হয়, অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করুন। আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে সঠিক ব্যবসায়িক অগ্রগতি পরিমাপ করুন।
আপনার যদি একজন উদ্যোক্তা হওয়ার তীব্র ইচ্ছা থাকে এবং কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার সাহস ও অধ্যবসায় থাকে, তাহলে নিজেকে নতুনভাবে তৈরি করুন। দেখবেন, সাফল্য আপনাকে ডাকছে, অর্থ আপনার পেছনে ছুটছে।
তারেক