ঢাকা ২২ আশ্বিন ১৪৩১, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

সাবেক ১০ এমপিসহ ২০ নেতার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:৫৬ পিএম
সাবেক ১০ এমপিসহ ২০ নেতার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ সংসদ সদস্যসহ ২০ নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

অবৈধ উপায়ে সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ সংসদ সদস্যসহ ২০ নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (২ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

অনুসন্ধানের আওতায় আসা সাবেক এমপিরা হলেন একরামুল করিম চৌধুরী (নোয়াখালী-৪), আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম (ফেনী-১), ইফতেখার উদ্দিন তালুকদার (নেত্রকোনা-৪), এম এ জাহের (কুমিল্লা-৬), ফাহমী গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), আফতাব উদ্দিন সরকার (নীলফামারীর-১), সাবেক হুইপ সামশুল হক চৌধুরী (চট্টগ্রাম-১২), ওমর ফারুক চৌধুরী (রাজশাহী ১), দীপংকর তালুকদার (পার্বত্য রাঙ্গামাটি-২৯৯) এবং হোসনে আরা (সংরক্ষিত নারী আসন)। 

অনুসন্ধানের আওতায় আসা ১০ আওয়ামী লীগ নেতা হলেন নোয়াখালীর কবিরহাট পৌরসভার সাবেক মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল কন্ডাক্টর, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিন বিএসসি, কবিরহাট উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল, সুন্দলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নূরুল আমিন রুমি, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. মুছা মাতব্বর, সহসভাপতি বৃষকেতু চাকমা, অংসিপ্রু চৌধুরী ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়া। 

তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রকল্পের অর্থ আত্মসাৎ, অবৈধ উপায়ে সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। দুদকের গোয়েন্দা ইউনিটের প্রতিবেদনে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে সম্প্রতি কমিশনের বৈঠকে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। 

১১ অক্টোবর থেকে খুলবে শিল্পকলা একাডেমি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ পিএম
১১ অক্টোবর থেকে খুলবে শিল্পকলা একাডেমি
বাংলাদেশ শিল্পকলা একাডেমি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল ও দুটি মহড়া কক্ষ (১ ও ২) আগামী ১১ অক্টোবর থেকে স্বল্প পরিসরে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তাদের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে শিল্পকলা একাডেমি। 

এতে বলা হয়েছে, হল ও মহড়া কক্ষ বরাদ্দের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালার পাশাপাশি বিরাজমান পরিস্থিতি বিবেচনায় বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার বিভিন্ন কক্ষে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সেনাসদস্যরা অবস্থান করছেন। ৫ আগস্ট পরবর্তী সময় থেকে জাতীয় নাট্যশালার ৩টি মিলনায়তন, ৬টি মহড়া কক্ষ, সেমিনার কক্ষ, আর্কাইভ কক্ষ সাংস্কৃতিক সংগঠনের অনুকূলে বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। দেশের সার্বিক পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক কর্মী ও সংগঠনের চাহিদার প্রেক্ষিতে স্বল্প পরিসরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন ও দুটি মহড়া কক্ষ নাটক মঞ্চায়ন ও মহড়ার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পরিস্থিতি বিবেচনায় যেসব নির্দেশনা অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে 

জাতীয় নাট্যশালার মূল হল, নাটক মঞ্চায়নের জন্য বিবেচ্য নাট্যদলকে এক শিফটে একটি প্রদর্শনী করার জন্য বরাদ্দ দেওয়া হবে। মিলনায়তন বরাদ্দ চূড়ান্ত করার সময় বরাদ্দপ্রাপ্ত দলকে অবশ্যই তাদের উপস্থিত সদস্যদের তালিকা সংগঠনের প্যাডে লিখিতভাবে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দপ্তর কক্ষে জমা দিতে হবে। এই তালিকা মিলনায়তন ব্যবহারের নির্ধারিত দিনে সব গেটে প্রবেশ নিয়ন্ত্রণের জন্য সরবরাহ করা হবে। জাতীয় নাট্যশালার মূল গেটে দর্শক প্রবেশের জন্য নাটক প্রদর্শনীর দুই ঘণ্টা আগে খুলে দেওয়া হবে। হল বরাদ্দ ছাড়া জাতীয় নাট্যশালার মূল গেট খোলা হবে না। 

জাতীয় নাট্যশালার মূল হলে যেসব সংগঠন বা দল নাটক মঞ্চায়ন করবে, দুটি মহড়া কক্ষ অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। মিলনায়তন ব্যবহারকারী নাট্যদল মহড়া কক্ষ ব্যবহার করতে না চাইলে, অন্য দলকে কেবল নাটকের মহড়ার জন্য বরাদ্দ দেওয়া হবে। সেক্ষেত্রে বরাদ্দপ্রাপ্ত দলকে অবশ্যই সদস্যদের তালিকা সংগঠনের নিজস্ব প্যাডে লিখিতভাবে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দপ্তর কক্ষে প্রদান করতে হবে। 

মূল গেট দিয়ে কেবল বরাদ্দপ্রাপ্ত সংগঠনের সদস্য, মহড়াকক্ষ ব্যবহারকারী সংগঠনের সদস্য, শিল্পকলা একাডেমির স্টাফ, সেনাসদস্য এবং টিকেট বা আমন্ত্রণপত্র প্রদর্শনী সাপেক্ষে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। কোনোভাবে টিকেট বা আমন্ত্রণপত্র ছাড়া দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। জাতীয় নাট্যশালার মূল হল ও মহড়া কক্ষ ব্যবহারকারী নাট্যকর্মী, সাংবাদিক ও টিকিট বা আমন্ত্রণপত্রধারী দর্শনার্থীদের যানবাহন নির্ধারিত সময়ে নাট্যশালার নিচতলার পার্কিং ব্যতীত অন্য কোথাও পার্কিং করা যাবে না। 

জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল ব্যবহারের জন্য নাট্যসংগঠনগুলো অনলাইনে আবেদন করতে পারবেন।

জয়ন্ত সাহা/সালমান/

প্রবীণদের পরিচর্যা বিষয়ে রিক-এফআরইবির আলোচনা সভা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পিএম
প্রবীণদের পরিচর্যা বিষয়ে রিক-এফআরইবির আলোচনা সভা
রিক-এফআরইবির যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এন্ডারলি, বাংলাদেশ (এফআরইবি) এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।

সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় রিকের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণদের জন্য পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, এফএনবির সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট বিজ্ঞান লেখক ড. মুহাম্মাদ ইব্রাহিম। 

এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম মো. শহীদ খান। সম্মানিত অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল। 

এ ছাড়া বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

সালমান/

 

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৬:০৪ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৬:০৫ পিএম
সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত
তাপসী তাবাসসুম উর্মি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় সমালোচিত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বরখাস্তের পাশাপাশি তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

তাপসী তাবাসসুম উর্মি ফেসবুকে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি মুঠোফোনে বলেন, ‘আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

সালমান/

বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইডের

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৩:০১ পিএম
বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইডের
নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যাদুর্গতদের সহায়তা দিয়েছে ইউএই রেড ক্রিসেন্ট এবং ইউএই এইড। ছবি: সংগৃহীত

নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২০০-এরও বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রেড ক্রিসেন্ট এবং ইউএই এইড।

বন্যাদুর্গতদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এই সময়োপযোগী উদ্যোগটি বাংলাদেশে অবস্থিত ইউএই দূতাবাসের অধীনস্ত ইউএই এইড অফিস থেকে সরাসরি সমন্বয় করা হয়। 

এ উদ্যোগের আওতায় প্রতিটি পরিবার ৫০ কেজি চাল, ১০ কেজি আলু, ৫ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ কেজি লবণ এবং প্রয়োজনীয় মসলার প্যাকেটসহ মোট ৭১ কেজি ওজনের ত্রাণ প্যাকেজ পেয়েছে। এই প্যাকেজটি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাজানো হয়েছে। স্থানীয় জনসাধারণ ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইডের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ঢাকাকে বাসযোগ্য করতে দরকার কর্মপরিকল্পনা: পরিবেশ উপদেষ্টা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০২:০০ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০২:০৩ পিএম
ঢাকাকে বাসযোগ্য করতে দরকার কর্মপরিকল্পনা: পরিবেশ উপদেষ্টা
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার। ঢাকার জন্য একটি নগর দর্শন তৈরি করা জরুরি। শুধু মেগা প্রোজেক্ট করলেই হবে না, সবুজায়ন বাড়াতে হবে। উন্মুক্ত জায়গা, বসার স্থান, এবং তরুণদের খেলাধুলার সুযোগ থাকতে হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর রাজউক অডিটরিয়ামে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

এবারের প্রতিপাদ্য ছিল, ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’।

রিজওয়ানা হাসান আরও বলেন, ঢাকাকে সব মানুষের জন্য করতে হবে। উন্নত ও পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের সম্পৃক্ত করা দরকার। তাদের সৃজনশীলতা নগরকে বাসযোগ্য করতে পারে। এজন্য রাজউকের কর্মকাণ্ডে তরুণদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি।

উপদেষ্টা বলেন, উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসী ও নদীভাঙা মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্মসচিব নায়লা আহমেদ।

অনুষ্ঠানে অতিথিরা বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

অমিয়/