ঢাকা ৯ চৈত্র ১৪৩১, রোববার, ২৩ মার্চ ২০২৫
English

কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম
কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের
জাতীয় জাদুঘরের সামনে প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের অবস্থান। ছবি: খবরের কাগজ

প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে এ কথা জানান আন্দোলনকারীরা। 

এর আগে বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে আলোচনায় বসেন তারা। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তারা তাদের কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা দেন।

আন্দোলনকারী জান্নাতুল নাঈম বলেন, ‘আগে আমাদের যেভাবে আশ্বস্ত করা হয়েছিল, এবারও সেই একইভাবে আশ্বস্ত করে বলা হয় যে, এটা আদালতের রায়, এর এখতিয়ার হচ্ছে বিচারকের। সরকারের ওপর বিশ্বাস ও আস্থা রাখতে বলেছেন আমাদের। আমরা যতদিন দাবি আদায় হবে না ততদিন কর্মসূচি চালিয়ে যাব।’

শিক্ষকদের প্রতিনিধি তালুকদার পিয়াস বলেন, ‘আদালতের রায় আসার আগ পর্যন্ত স্বাভাবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ হাইকোর্ট বাতিল ঘোষণা করেন। এরপর থেকে সুপারিশপ্রাপ্তরা কর্মসূচি পালন করছেন। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। সর্বশেষ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে।

 

সোমবারের আবহাওয়ার পূর্বাভাস

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০২:১০ পিএম
সোমবারের আবহাওয়ার পূর্বাভাস
ছবি: সুমন বিশ্বাস, খবরের কাগজ

সারা দেশে সোমবার (২৪ মার্চ) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

রবিবার (২৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবার দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সুমন/

রাজধানীতে লক্কড়-ঝক্কড় বাসের খোঁজে বিআরটিএ

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১২:৪২ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫, ১২:৫৪ পিএম
রাজধানীতে লক্কড়-ঝক্কড় বাসের খোঁজে বিআরটিএ
ছবি: খবরের কাগজ

ঈদযাত্রা শুরুর আগে রাজধানীর বিভিন্ন ওয়ার্কশপে লক্কড়-ঝক্কড় বাসের খোঁজে মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার (২২ মার্চ) বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে গাবতলী এলাকার ওয়ার্কশপগুলোতে ফিটনেসবিহীন বাস খুঁজেছেন। 

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ‘আগামী ঈদুল ফিতরে অনেক মানুষ ঢাকা থেকে বাড়ি যাবেন এবং বাড়ি থেকে ঈদের পরে আবার ঢাকায় ফেরত আসবেন। যেসব গাড়ি লক্কড়-ঝক্কড় এবং ফিটনেস নাই, এমন কোনো গাড়ি যাতে রাস্তায় না নামতে পারে, সে জন্য আমরা গাড়ির ওয়ার্কশপগুলোতে এসে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমাদের সঙ্গে পুলিশ সদস্যরা আছেন।’ 

ঈদযাত্রার আগে বিভিন্ন ওয়ার্কশপে এখন ফিটনেসবিহীন গাড়িগুলো নতুন করে রং করে সাজিয়ে তোলা হচ্ছে। অনেক বাসে পুরোনো যন্ত্রাংশ ফেলে নতুন যন্ত্রপাতি লাগানো হচ্ছে। বাইরে থেকে এসব বাসকে দেখে ভালো লাগলেও আদতে এসব বাস সড়কে চলাচলের উপযুক্ত নয় বলে মনে করেন বিআরটিএর কর্মকর্তারা। তারা বলেন, এসব গাড়ি যখন দূরের যাত্রায় যাত্রী নিয়ে যাবে, তখন দেখা যাবে পথিমধ্যে বিকল হয়ে পড়ছে। তাই আগে থেকেই এসব বাস নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। 

মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ‘ওয়ার্কশপগুলো ঘুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দল এবং পুলিশ সদস্যরা কাজ চলমান থাকা গাড়িগুলোর নম্বর টুকে নিচ্ছেন। সঙ্গে সঙ্গেই অনলাইন সিস্টেমে ফিটনেস আছে কি না, চেক করে দেখছেন। ম্যাজিস্ট্রেট জানান, এসব গাড়িকে আগামী ১৪ এপ্রিলের আগে কোনো ছাড়পত্র দেওয়া যাবে না। রাস্তায় বের হলেই আইনগত ব্যবস্থা নেব।’ 

আবহাওয়ার পূর্বাভাস: বৃষ্টি হতে পারে ৩ বিভাগে

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১২:০৯ পিএম
আবহাওয়ার পূর্বাভাস: বৃষ্টি হতে পারে ৩ বিভাগে
ছবি: সুমন বিশ্বাস, খবরের কাগজ

রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রবিবার (২৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সুমন/

আরেফিন সিদ্দিকের স্মরণসভায় বক্তারা ‘স্যারের সমকক্ষ কেউ হতে পারবেন না’

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:৩৫ এএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫, ১২:৩৮ পিএম
‘স্যারের সমকক্ষ কেউ হতে পারবেন না’
বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়েল সবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণসভা। ছবি: খবরের কাগজ

‘গ্রামের আলপথ ধরে দৌড়ে যাচ্ছে এক দুরন্ত কিশোর। সেই কিশোর সদলবলে ঝাঁপিয়ে পড়ছে নদীতে। কখনো আবার গাছের খোঁড়ল থেকে পাখি খুঁজছে। গোধূলিবেলায় শখের ঘুড়ির ভোঁ-কাট্টা হলে বেজায় মন খারাপ হয় তার।’ একদিন গ্রাম ছেড়ে শহরে আসেন; ততদিনে তিনি টগবগে যুবক। শহরে এসে কেমন বদলে গেলেন। পড়াশোনা হয়ে উঠল তার ধ্যানজ্ঞান।

সারা বেলা রাজ্যের বই কোলে করে ঘুরে বেড়াতেন শহরের এ গলি, সে গলি। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোতে মেধা-সৌকর্যে তার নাম ছড়াল দিকে দিকে। এক দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন সবার প্রিয় ‘আরেফিন স্যার’। 

সদ্যপ্রয়াত শিক্ষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণসভায় কৈশোরের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তার অনুজ আতিক উল্লাহ সিদ্দিক। প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো নানা মুহূ্র্তের স্মৃতিচারণ করতে গিয়ে স্মরণসভায় অশ্রুসজল হলেন আরেফিন সিদ্দিকের শিক্ষার্থী ও সহকর্মীরা।

শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানী বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে এই স্মরণসভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসানের সঞ্চালনায় এই আয়োজনে যোগ দেন সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার, সাইফুল হক, ড. আবদুর রাজ্জাক খান, যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন শারমিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক শামসুল আরেফিন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি শামসুল হক, সাবেক সভাপতি স্বপন দাশগুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, জ্যেষ্ঠ সাংবাদিক প্রদীপ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মেহেদি হাসান, বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহিসহ আরও অনেকে। অধ্যাপক আরেফিন সিদ্দিকের পারিবারিক বন্ধু ব্যবসায়ী ও গীতিকার গোলাম মোর্শেদও এই আয়োজনে অংশ নেন।

প্রিয় শিক্ষক স্মরণে আবু আলম শহীদ খান বলেন, ‘মানুষ হিসেবে স্যারকে নিয়ে অনেক আলোচনা, সমালোচনা করা যাবে। কিন্তু তার ১০০টি কাজের ৯৯টি সত্যিকারের কাজই ছিল। একটি কাজ হয়তো ভালো করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের অন্তর্ভুক্তি নিয়ে যে কথাগুলো উঠেছে, উপাচার্য হিসেবে স্যার হয়তো সেই সময় সব নীতি মেনে কাজটি করতে পারেননি। তাই বলে স্যারকে নিয়ে অযাচিত সমালোচনা ঠিক না।’

জুডিশিয়াল সার্ভিসে চাকরি করে আসা শামসুল হক বলেন, ‘আমরা যারা সরকারি চাকরি করে এসেছি, তারা জানি পরিস্থিতি আমাদের কত কিছু করতে বাধ্য করে। স্যারকেও হয়তো অনেক কিছু করতে বাধ্য হতে হয়েছে।’

অধ্যাপক আরেফিন সিদ্দিকের সমালোচনার তীব্র নিন্দা জানান শিক্ষক শারমিন আহমেদ। তিনি বলেন, ‘যারা স্যারের সমালোচনা করেন, তারা কীসে প্রলুব্ধ হয়ে স্যারের সমালোচনা করেন, বুঝি না। একজন শিক্ষকের ১০টি গুণের কথা যদি তাদের জিজ্ঞাসা করা হয়, তবে তার সবগুলো গুণ আরেফিন স্যারের ছিল। এই সমালোচকদের বলছি, শিক্ষকদের অসম্মান করে তারা কে কত দূর যাবেন, জানি না।’

শামসুল আরেফিন বলেন, ‘ছাত্র-শিক্ষকের মধ্যে এক অভূতপূর্ব সম্পর্ক তৈরি করে গেছেন আমাদের স্যার। তার সমকক্ষ আর কেউ হতে পারবেন না। নিজের ব্যক্তিত্বের গুণেই তিনি সকলের সমীহ আদায় করে নিতে পারতেন। আমরা কারণে-অকারণে স্যারকে মিস করব।’

স্বপন দাশগুপ্ত বলেন, ‘এত উঁচু মাপের মানুষ ছিলেন স্যার। সহজেই তিনি মানুষকে কাছে টেনে নিতে পারতেন। কেউ নেতিবাচক কথাবার্তা বললেও দেখতাম স্যার মনোযোগ দিয়ে সব শুনছেন।’ 

অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে এসে শাওন্তী হায়দার বলেন, ‘প্রতিবার ঈদে আমি আমার শিক্ষকদের ফোন করি। ফোনে ডায়াল করতে গেলে আগে স্যারের নামটিই আসত। স্যার আমাকে বলতেন, কেউ ফোন না করলেও তুমি যে ফোন করবে জানতাম। এবার ঈদে স্যারকে আর ফোন করতে পারব না।’ বলতে বলতে গলা ধরে আসে শাওন্তীর। স্মৃতিচারণ সভায় আগত শিক্ষার্থীদের চোখ তখন ছলছল করে ওঠে। অনুষ্ঠান শেষ হয় প্রিয় শিক্ষকের দ্যুতিময় ব্যক্তিত্বের সুখকর স্মৃতিচারণ ও শ্রদ্ধায়।

সিলেটে বিকল্প জ্বালানি পরিকল্পনা নিয়ে আলোচনা

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:২৯ এএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫, ১১:৫৮ এএম
সিলেটে বিকল্প জ্বালানি পরিকল্পনা নিয়ে আলোচনা
সিলেটে বিকল্প জ্বালানি পরিকল্পনা নিয়ে আলোচনা। ছবি: খবরের কাগজ

সিলেটে বিকল্প জ্বালানি পরিকল্পনাবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিলেট নগরীর ধোপাদিঘির পাড়স্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের হলরুমে আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয়।

জ্বালানি খাতের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সচেতনতা বাড়াতে হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস), উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বিডাব্লিউজিইডির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় দেশের জ্বালানি খাতের বিকল্প সম্ভাবনা, স্বল্প-মেয়াদি ও দীর্ঘ-মেয়াদি পরিকল্পনা এবং টেকসই জ্বালানি ব্যবস্থার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিন-এর প্রধান সমন্বয়কারী মাহবুব আলম প্রিন্স এবং প্রচারাভিযান সমন্বয়কারী সাদিয়া রওশন অধরা। সাদিয়া রওশন বলেন, ‘দেশের বার্ষিক বিদ্যুৎ চাহিদা প্রতি বছর ৬ দশমিক ৫ থেকে ৮ দশমিক ৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, তবে ২০৩০ সালের মধ্যে এটি ৫ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৪ শতাংশে নেমে আসতে পারে।’

মাহবুব আলম বলেন, ‘দেশের শিল্পখাতের ছাদে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপন সম্ভব, যা বছরে ৮ হাজার ১০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে। একইভাবে আবাসিক ভবনের ছাদে ২৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপন করা সম্ভব, যা বছরে ৪৮ হাজার ৬২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।’

এ ছাড়া ২০৩৫ সালের পর বিদ্যুৎকেন্দ্রগুলো অবসরে চলে গেলে উৎপাদন সক্ষমতা হ্রাস পাবে। সে সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি চেয়ারম্যান আবুল হোসেন এবং আইডিয়ার নির্বাহী পরিচালক নাজমুল ইসলাম।

তাওফিক/