বিশ্বের সবচেয়ে বড় থ্রিডি প্রিন্টার । খবরের কাগজ
ঢাকা ২৬ বৈশাখ ১৪৩১, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

বিশ্বের সবচেয়ে বড় থ্রিডি প্রিন্টার

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৯ পিএম
বিশ্বের সবচেয়ে বড় থ্রিডি প্রিন্টার

বিশ্বের সবচেয়ে বড় থ্রিডি প্রিন্টারে মাত্র ৮০ ঘণ্টায় একটি বাড়ি তৈরি করা যায়। এ ছাড়া তাত্ত্বিকভাবে এটি সামরিক যানবাহন, সেতুসহ আরও অনেক কিছু নির্মাণ করতে পারে। চলতি মাসের ২৩ তারিখে এমনই এক অসাধারণ পলিমার থ্রিডি প্রিন্টার চালু করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেইন।

‘ফ্যাক্টরি অব দ্য ফিউচার ১.০ (এফওএফ ১.০)’ নামের এই নতুন প্রিন্টার ৯৬ ফুট লম্বা, ৩২ ফুট চওড়া ও ১৮ ফুট উচ্চতা পর্যন্ত বস্তু প্রিন্ট করতে পারে। তুলনামূলকভাবে এটি মানুষের থেকে বেশ দ্রুত কাজ করে। এটি প্রতি ঘণ্টায় প্রায় ২২৭ কেজি (৫০০ পাউন্ড) পর্যন্ত প্রিন্ট করতে পারে। এটি জটিল কাজের বিভিন্ন দিকের সঙ্গে মিল রেখে স্বয়ংক্রিয়ভাবে প্রিন্টিং পদ্ধতি পরিবর্তন করতে পারে। প্রিন্টারটি আকারে ছোট-বড় করা যায়।

এতে রোবট আর্মের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিগুলো প্রিন্টারটিকে আবাসন, অবকাঠামো ও সামরিক যানবাহনের উন্নয়নসহ বেশ কয়েকটি শিল্পে ব্যবহারের জন্য উপযোগী করেছে।

বিশ্ববিদ্যালয়টির অ্যাডভান্সড স্ট্রাকচারস অ্যান্ড কম্পোজিট সেন্টারের ডিরেক্টর ড. হাবিব দাঘের বলেছেন, ‘প্রিন্টারটি দিয়ে তৈরি করা বেশির ভাগ জিনিসই পুনরায় ব্যবহারযোগ্য। চাইলে কোনো কিছু তৈরি করে আবার ভেঙে ফেলতে পারেন। পুনরায় তৈরি করতে পারেন।’

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রযুক্তি দ্রুতগতিতে প্রচুর পরিমাণে সাশ্রয়ী মূল্যের ঘর তৈরি করতে কাজে আসবে। এর মাধ্যমে স্বল্প সময়ে অনেক বাড়ি তৈরি করা যাবে। প্রায় ৮০ ঘণ্টার মধ্যে একটি সাধারণ একতলা বাড়ি তৈরি করার সক্ষমতা রয়েছে এটির।

এই বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্টরি অব দ্য ফিউচার ১.০-এর মতো আরেকটি প্রিন্টার রয়েছে, যা ছিল এর আগে বিশ্বের সবচেয়ে বড় থ্রিডি প্রিন্টারের রেকর্ডধারী। ৬০০ বর্গফুটের একটি বাড়ি তৈরিতে ইতোমধ্যেই এটি ব্যবহার করা হয়েছে। তবে নতুন প্রিন্টারটি আগেরটার থেকে আকারে চার গুণ বড়। দুটিই একই প্রকল্পের বিভিন্ন কাজে এক সঙ্গে ব্যবহার করা যাবে।

কলি

অ্যাপলের নতুন মডেলের আইপ্যাড প্রো ও আইপ্যাড এয়ার

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০১:২৪ পিএম
অ্যাপলের নতুন মডেলের আইপ্যাড প্রো ও আইপ্যাড এয়ার

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল চলতি বছরের প্রথম ইভেন্টে নতুন প্রযুক্তিপণ্য নিয়ে হাজির হয়েছে। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটি বাংলাদেশ সময় রাত ৮ টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে ‘লেট লুজ’ শীর্ষক বিশেষ এ ইভেন্টের আয়োজন করেছে। ৪২ মিনিটের এ অনুষ্ঠান ওয়েবে সরাসরি সম্প্রচার করা হয়। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক সবাইকে স্বাগত জানিয়ে আয়োজনটি শুরু করেন। তিনি বলেন, ‘বিগেস্ট ডে ফর আইপ্যাড’ (আইপ্যাডের জন্য বড় একটি দিন)। টেক জায়ান্টটি এই আয়োজনে নতুন মডেলের আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার, ম্যাজিক কিবোর্ড ও অ্যাপেল পেনসিল প্রো উন্মোচন করেছে। এই আপডেটটি কয়েক বছরের আইপ্যাড লাইনআপের সবচেয়ে বড় আপগ্রেড।

আইপ্যাড এয়ার

প্রথমবারের মতো অ্যাপেল দুটি আকারের আইপ্যাড এয়ার উন্মোচন করেছে। আইপ্যাড এয়ারের দুটি সংস্করণের আকার হবে ১১ ও ১৩ ইঞ্চি। ১৩ ইঞ্চির সংস্করণে বেস হবে দ্বিগুণ। আইপ্যাড এয়ারে থাকবে এম-টু চিপ, যা এম-ওয়ান চিপের তুলনায় ৫০ শতাংশ বেশি দ্রুতগতির। এই চিপ ব্যবহারের ফলে ভারী কাজও করা যাবে। দুটি মডেলই ১২৮ গিগাবাইট, ৫১২ গিগাবাইট ও ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। চারটি রঙে পাওয়া যাবে আইপ্যাড এয়ার। ১১ ইঞ্চি সংস্করণের দাম শুরু হবে ৫৯৯ মার্কিন ডলার থেকে। আর ১৩ ইঞ্চি সংস্করণের দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে। কেনা যাবে আগামী সপ্তাহ থেকে।

আইপ্যাড প্রো

আইপ্যাড প্রোও ১১ ও ১৩ ইঞ্চির দুটি সংস্করণে পাওয়া যাবে। ১১ ইঞ্চির সংস্করণটি হবে ৫ দশমিক ৩ মিলিমিটার পুরু ও ১৩ ইঞ্চির সংস্করণটি হবে ৫ দশমিক ১ মিলিমিটার পুরু। যা আগের মডেলগুলোর থেকে অনেক চিকন। এতে থাকবে এম-ফোর চিপ। আগের আইপ্যাড প্রোতে ছিল এম-টু চিপ। আরও থাকছে ‘ট্যানডেম ওএলইডি’ নামের নতুন ওএলইডি পর্দা। এতে দুটি ওএলইডি ডিসপ্লে থাকবে। ফলে বেশি উজ্জ্বলতা পাওয়া যাবে। দুটি রঙে পাওয়া যাবে ডিভাইসটি। দুটি মডেলই ২৫৬ গিগাবাইট, ৫১২ গিগাবাইট, ১ টেরাবাইট ও ২ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। ১১ ইঞ্চি সংস্করণের দাম শুরু হবে ৯৯৯ ডলার থেকে ও ১৩ ইঞ্চি সংস্করণের দাম শুরু হবে ১ হাজার ২৯৯ ডলার থেকে। 

অ্যাপল পেনসিল প্রো

এই অনুষ্ঠানে ‘হেপটিক ফিডব্যাক’ ফিচারসহ নতুন অ্যাপল পেনসিল প্রো উন্মোচন করা হয়েছে। পেনসিলটিতে আছে ফাইন্ড মাই ফিচার। ফলে এটি হারিয়ে গেলেও সহজে খুঁজে পাওয়া যাবে। অ্যাপল পেনসিল প্রো নতুন আইপ্যাড প্রোতে কাজ করবে। এটির দাম পড়বে ১২৯ ডলার।

ম্যাজিক কিবোর্ড

নতুন ম্যাজিক কিবোর্ডের জন্য অ্যালুমিনিয়াম পাম রেস্ট থাকবে। পাশাপাশি হেপটিক ফিডব্যাকসহ বড় ট্র্যাকপ্যাড যুক্ত হবে। আইপ্যাড প্রোর ১১ ইঞ্চি সংস্করণের সঙ্গে সমর্থিত ম্যাজিক কিবোর্ডটির দাম পড়বে ২৯৯ ডলার ও ১৩ ইঞ্চি সংস্করণের সঙ্গে সমর্থিত কিবোর্ডটির দাম পড়বে ৩৪৯ ডলার। 

সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট

কলি

 

 

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করবে সাইবার নিরাপত্তায়

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৪:১৩ পিএম
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করবে সাইবার নিরাপত্তায়

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিকল্পনায় নতুনভাবে সাইবার নিরাপত্তা অন্তর্ভুক্ত করেছে। গুগলের নতুন সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্মের নাম ‘গুগল থ্রেট ইনটেলিজেন্স’। এটি এআই ও মানব বিশেষজ্ঞদের সমন্বয়ে কাজ করে। এটি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আরও ভালোভাবে সাইবার হুমকি মোকাবিলায় সহায়তা করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এটি সাইবার নিরাপত্তা কোম্পানি ‘মানডিয়ান্ট’, ভাইরাস ও ম্যালওয়্যার স্ক্যানিং পরিষেবা ‘ভাইরাসটোটাল’ এবং ‘জেমিনাই ১.৫ প্রো’ এআই মডেলের সমন্বয়ে কাজ করবে।

গতকাল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত আরএসএ সম্মেলনে প্রতিষ্ঠানটি নতুন সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম গুগল থ্রেট ইনটেলিজেন্সের ঘোষণা দেয়। জেনারেটিভ এআইকে আরও কার্যকরভাবে ব্যবহার করার জন্য গুগল এই ক্ষেত্র বেছে নিয়েছে। এর আগে এআইকে সাধারণত জাল ছবি তৈরি করতে ব্যবহার করা হতো। আশা করা হচ্ছে, থ্রেট ইনটেলিজেন্সের মাধ্যমে সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিবেদনগুলো আরও সহজে বোঝা যাবে।

গুগল দাবি করেছে, নতুন সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্মটিতে জেমিনাই ১.৫ প্রো এআই মডেল ব্যবহার করা হয়েছে। এই মডেল ম্যালওয়্যার আক্রমণের কোড বিশ্লেষণে সময় বাঁচাবে। কারণ এই এআই মডেল মাত্র ৩৪ সেকেন্ডে ২০১৭ সালের ‘ওয়ানাক্রাই’ (WannaCry) ম্যালওয়্যার হামলার ভাইরাসের কোড বিশ্লেষণ করে, তার নিষ্ক্রিয় করার উপায় খুঁজে বের করেছে। এআই মডেলের কোড পড়া ও লেখার দক্ষতা থাকায় এটা আশ্চর্যের কিছু নয়। এ ছাড়া থ্রেট ইনটেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাইবার আক্রমণের হুমকির প্রতিবেদনগুলো সাধারণ ভাষায় সারাংশ করবে। এতে কোম্পানিগুলো সহজে বুঝতে পারবে কোন সাইবার আক্রমণের হুমকি কতটা গুরুতর এবং সে অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবে।

গুগল জানিয়েছে, থ্রেট ইনটেলিজেন্সের একটি বিশাল ডেটা নেটওয়ার্ক রয়েছে, যা সাইবার আক্রমণের আগেই সম্ভাব্য হুমকি শনাক্ত করতে পারে। এটি ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা পরিস্থিতির একটি বিস্তৃত চিত্র দেখতে এবং কোন বিষয়ে আগে কার্যক্রম নেওয়া উচিত, সে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

থ্রেট ইনটেলিজেন্সে ম্যান্ডিয়ান্ট কোম্পানির বিশেষজ্ঞরা সম্ভাব্য ক্ষতিকারক গোষ্ঠীগুলোকে নজরদারি করে এবং কোম্পানিগুলোকে সাইবার আক্রমণ ঠেকাতে সহায়তা করে। উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন সরকারকে লক্ষ্য করে সোলারউইন্ডস সাইবার আক্রমণের তথ্য উন্মোচন করেছিল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যান্ডিয়ান্ট। ২০২২ সালে গুগল এই প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে। সূত্র: দ্য ভার্জ

কলি

 

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করবে সাইবার নিরাপত্তায়

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০২:০০ পিএম
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করবে সাইবার নিরাপত্তায়

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিকল্পনায় নতুনভাবে সাইবার নিরাপত্তা অন্তর্ভুক্ত করেছে। গুগলের নতুন সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্মের নাম ‘গুগল থ্রেট ইনটেলিজেন্স’। এটি এআই ও মানব বিশেষজ্ঞদের সমন্বয়ে কাজ করে। এটি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আরও ভালোভাবে সাইবার হুমকি মোকাবিলায় সহায়তা করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এটি সাইবার নিরাপত্তা কোম্পানি ‘মানডিয়ান্ট’, ভাইরাস ও ম্যালওয়্যার স্ক্যানিং পরিষেবা ‘ভাইরাসটোটাল’ এবং ‘জেমিনাই ১.৫ প্রো’ এআই মডেলের সমন্বয়ে কাজ করবে।

গতকাল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত আরএসএ সম্মেলনে প্রতিষ্ঠানটি নতুন সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম গুগল থ্রেট ইনটেলিজেন্সের ঘোষণা দেয়। জেনারেটিভ এআইকে আরও কার্যকরভাবে ব্যবহার করার জন্য গুগল এই ক্ষেত্র বেছে নিয়েছে। এর আগে এআইকে সাধারণত জাল ছবি তৈরি করতে ব্যবহার করা হতো। আশা করা হচ্ছে, থ্রেট ইনটেলিজেন্সের মাধ্যমে সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিবেদনগুলো আরও সহজে বোঝা যাবে।

গুগল দাবি করেছে, নতুন সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্মটিতে জেমিনাই ১.৫ প্রো এআই মডেল ব্যবহার করা হয়েছে। এই মডেল ম্যালওয়্যার আক্রমণের কোড বিশ্লেষণে সময় বাঁচাবে। কারণ এই এআই মডেল মাত্র ৩৪ সেকেন্ডে ২০১৭ সালের ‘ওয়ানাক্রাই’ (WannaCry) ম্যালওয়্যার হামলার ভাইরাসের কোড বিশ্লেষণ করে, তার নিষ্ক্রিয় করার উপায় খুঁজে বের করেছে। এআই মডেলের কোড পড়া ও লেখার দক্ষতা থাকায় এটা আশ্চর্যের কিছু নয়। এ ছাড়া থ্রেট ইনটেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাইবার আক্রমণের হুমকির প্রতিবেদনগুলো সাধারণ ভাষায় সারাংশ করবে। এতে কোম্পানিগুলো সহজে বুঝতে পারবে কোন সাইবার আক্রমণের হুমকি কতটা গুরুতর এবং সে অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবে।

গুগল জানিয়েছে, থ্রেট ইনটেলিজেন্সের একটি বিশাল ডেটা নেটওয়ার্ক রয়েছে, যা সাইবার আক্রমণের আগেই সম্ভাব্য হুমকি শনাক্ত করতে পারে। এটি ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা পরিস্থিতির একটি বিস্তৃত চিত্র দেখতে এবং কোন বিষয়ে আগে কার্যক্রম নেওয়া উচিত, সে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

থ্রেট ইনটেলিজেন্সে ম্যান্ডিয়ান্ট কোম্পানির বিশেষজ্ঞরা সম্ভাব্য ক্ষতিকারক গোষ্ঠীগুলোকে নজরদারি করে এবং কোম্পানিগুলোকে সাইবার আক্রমণ ঠেকাতে সহায়তা করে। উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন সরকারকে লক্ষ্য করে সোলারউইন্ডস সাইবার আক্রমণের তথ্য উন্মোচন করেছিল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যান্ডিয়ান্ট। ২০২২ সালে গুগল এই প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে। সূত্র: দ্য ভার্জ

জাহ্নবী

স্ন্যাপচ্যাটে মেসেজ এডিটসহ আসছে নতুন ফিচার

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৪:১৮ পিএম
স্ন্যাপচ্যাটে মেসেজ এডিটসহ আসছে নতুন ফিচার

আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান স্ন্যাপ ইনকের মালিকানাধীন শর্ট ভিডিও মেসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে মেসেজ এডিটসহ নতুন বেশ কিছু ফিচার যুক্ত হচ্ছে। অ্যাপটিতে মেসেজ এডিট করার সুবিধা যোগ করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ফলে ব্যবহারকারীরা মেসেজের বানান ও ভুল সংশোধন করতে পারবেন। এটি চালু হলে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারের মতো স্ন্যাপচ্যাটেও যেকোনো মেসেজ এডিট করা যাবে। এ ছাড়া স্ন্যাপচ্যাটে ইমোজি প্রতিক্রিয়া, ম্যাপ প্রতিক্রিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির রিমাইন্ডার ফিচার যুক্ত হয়েছে। স্ন্যাপচ্যাট জানিয়েছে, নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজ পাঠানোর পাঁচ মিনিটের মধ্যে মেসেজটি এডিট করতে পারবেন। তবে মেসেজ পাঠানোর সময় পাঁচ মিনিট পেরিয়ে গেলে মেসেজটি আর এডিট করা যাবে না। ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে ভুল বোঝাবুঝি রোধ করতে সাহায্য করবে বলে মনে করছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে মেসেজ এডিটিং ফিচারটি শুধু স্ন্যাপচ্যাট প্লাস গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যারা অ্যাপটির প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করছেন তারাই এডিটিং ফিচারটি ব্যবহার করতে পারবেন। ফলে যারা বিনামূল্যে স্ন্যাপচ্যাট ব্যবহার করেন, তারা প্রথম ধাপে এ সুবিধা পাবেন না। অবশ্য পরবর্তী সময়ে তাদের জন্য বার্তা সম্পাদনার সুবিধাটি চালু করা হবে বলে জানা গেছে। তবে ফ্রি ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে নাগাদ চালু হবে এ বিষয়ে এখনো কিছু জানায়নি স্ন্যাপচ্যাট।

অ্যাপটি মূলত ২৪ ঘণ্টার জন্য স্টোরি ও ব্যক্তিগত মেসেজিংয়ের মতো ফিচারের জন্য পরিচিত। সম্প্রতি স্ন্যাপচ্যাট জেনারেটিভ এআইনির্ভর নতুন ফিচারও যোগ করেছে। এর মধ্যে রয়েছে ড্রিমস নামের একটি এআই সেলফি এডিটিং টুল ও চ্যাটজিপিটিনির্ভর একটি এআই অ্যাসিস্ট্যান্ট। অ্যাপটির মাই এআই চ্যাটবট ব্যবহার করে প্রয়োজনীয় কাজের রুটিন রিমাইন্ডার তৈরি করা যাবে। ফলে নির্দিষ্ট রুটিন অনুযায়ী কাজটি সম্পর্কে মনে করিয়ে দেবে ফিচারটি। এ ছাড়া এআইনির্ভর বিজ্ঞাপন তৈরিতে মাইক্রোসফটের সঙ্গেও অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি।

কলি

লিংকডইনে এখন গেম খেলা যাবে

প্রকাশ: ০৬ মে ২০২৪, ১২:১৬ পিএম
লিংকডইনে এখন গেম খেলা যাবে

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের মালিকানাধীন পেশাজীবীদের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম লিংকডইন এবার গেম খেলার সুবিধা চালু করেছে। ফোন বা কম্পিউটারে যেকোনো লিংকডইন অ্যাপ ব্যবহারকারী এখন থেকে তিনটি গেম খেলতে পারবেন। প্ল্যাটফর্মটিতে পেশাজীবীরা একে অপরের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিও দেখতে পাবেন। ফলে সহজেই পছন্দের কাজের সন্ধান মেলে প্ল্যাটফর্মটিতে। ব্যবহারকারীদের চাকরি খোঁজার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা করতে এই নতুন সুবিধা চালু করল সামাজিক যোগাযোগমাধ্যমটি।

লিংকডইনে প্রাথমিকভাবে ‘কুইনস’, ‘ক্রসক্লাইম্ব’ ও ‘পিনপয়েন্ট’ নামের গেমগুলো খেলা যাবে। এসব গেম খেলে বিনোদনের পাশাপাশি পেশাগত বিভিন্ন দক্ষতা বাড়ানো যাবে। এই গেমগুলো প্রতিদিন একবার করে খেলা যাবে। প্রতিবার খেলার পর লিংকডইন ব্যবহারকারীর সর্বোচ্চ স্কোর, খেলা ধারাবাহিকতাসহ বিভিন্ন পরিসংখ্যান দেখতে পারবেন। এ ছাড়া ব্যবহারকারীর নেটওয়ার্কে অন্য কেউ এই গেম খেললে, তাও দেখতে পারবেন। স্কুল ও কোম্পানিভিত্তিক লিডারবোর্ডও থাকবে। কম্পিউটারের লিংকডইন নিউজ, মাই নেটওয়ার্ক সেকশন ও ফোনে মাই নেটওয়ার্ক ট্যাবে এই গেমগুলো খুঁজে পাওয়া যাবে।

কুইনস নামের গেমটি মূলত সুডোকুভিত্তিক। ক্রসক্লাইম্ব গেমটিতে শব্দ সাজাতে হবে আর পিনপয়েন্ট গেমটিতে বিভিন্ন দক্ষতার প্রমাণ দিতে হবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী গেমগুলো খেলার সুযোগ পাবেন। প্ল্যাটফর্মটিতে এই গেমগুলো ফ্রিতে খেলা যাবে। প্রযুক্তিসংশ্লিষ্টরা ধারণা করছেন, এটি ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের প্রতি আগ্রহী রাখার কৌশল।

লিংকডইনের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল রথ গেম খেলার সুযোগ চালুর ঘোষণা দিয়ে জানান, ‘এটা বড় ধরনের ঘোষণা। আমরা লিংকডইনে গেম খেলার সুবিধা যুক্ত করেছি। কুইনস, ক্রসক্লাইম্ব ও পিনপয়েন্ট নামের গেমগুলো খেলার পর কেমন লেগেছে, তা জানাবেন।’

কলি