
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
১. ই-মেইল সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত?
ক. 10 Kbps খ. 0.5 Mbps
গ. 1 Mbps ঘ. 4 Mbps
২. ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা কোন ধরনের কাজ?
ক. গ্রাহকের কাজ
খ. রিসিভারের কাজ
গ. ডিভাইসের কাজ
ঘ. সিগন্যালের কাজ
৩. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দিয়ে হিসাব করা হয়?
ক. bps খ. baud
গ. Bps ঘ. Kbps
৪. নিচের কোনটি দিয়ে bps বোঝায়?
ক. bit per source
খ. bit per system
গ. byte per source
ঘ. bit per second
৫. বিটের বিন্যাসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৬. ব্যান্ডউইথ দ্বারা কী বোঝায়?
ক. ট্রান্সমিশন পদ্ধতি
খ. ইন্টারনেট সার্ভিস
গ. ডেটা স্থানান্তরের হার
ঘ. ট্রান্সমিশন মোড
৭. নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য?
ক. ইনস্টলের খরচ অত্যন্ত বেশি
খ. প্রতিটি বর্ণের সঙ্গে একটি স্টার্ট বিট গ্রহণ করতে হয়
গ. প্রেরকের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়
ঘ. ডেটা ট্রান্সমিশনের গতি কম
৮. ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড হলো-
i. সিমপ্লেক্স
ii. হাফ ডুপ্লেক্স
iii. ফুল ডুপ্লেক্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. নিচের কোনটি তথ্যের ক্ষুদ্রতম একক?
ক. Binary খ. bit
গ. Byte ঘ. bps
১০. ১ বাইট= কত বিট?
ক. ২ বিট খ. ৪ বিট
গ. ৮ বিট ঘ. ১০২৪ বিট
১১.১ Gbps বলতে কী বোঝায়?
ক. প্রতি সেকেন্ডে ১ হাজার বিট স্থানান্তর
খ. প্রতি সেকেন্ডে ১ লাখ বিট স্থানান্তর
গ. প্রতি সেকেন্ডে ১ মিলিয়ন বিট স্থানান্তর
ঘ. প্রতি সেকেন্ডে ১ বিলিয়ন বিট স্থানান্তর
১২. ইউনিকাস্ট মোডের উদাহরণ হলো-
i. পেজার ii. মোবাইল iii. ফ্যাক্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. USB-এর পূর্ণরূপ হলো-
ক. Universal Serial Bus
খ. Unique Serial Bus
গ. Universal Selection Bus
ঘ. Universal Serial Bulk
১৪. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য-
i. একটির পর একটি ক্যারেকটার ট্রান্সমিট হয়
ii. স্টার্ট বিট ও স্টপ বিট ব্যবহৃত হয়
iii. নির্দিষ্ট সময় পর পর ক্যারেকটার ট্রান্সমিট হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. গ, ৭. খ, ৮. ঘ, ৯. গ, ১০. গ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ক।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর