ঢাকা ৪ ফাল্গুন ১৪৩১, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ পিএম
কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যান্ডউইথ হলো ডেটা স্থানান্তরের হার।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

১. ই-মেইল সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত?
ক. 10 Kbps    খ. 0.5 Mbps
গ. 1 Mbps     ঘ. 4 Mbps

২. ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা কোন ধরনের কাজ?
ক. গ্রাহকের কাজ    
খ. রিসিভারের কাজ
গ. ডিভাইসের কাজ    
ঘ. সিগন্যালের কাজ

৩. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দিয়ে হিসাব করা হয়?
ক. bps    খ. baud
গ. Bps    ঘ. Kbps

৪. নিচের কোনটি দিয়ে bps বোঝায়?
ক. bit per source    
খ. bit per system
গ. byte per source    
ঘ. bit per second

৫. বিটের বিন্যাসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে কয় ভাগে ভাগ করা যায়? 
ক. ২  খ. ৩  গ. ৪ ঘ. ৫

৬. ব্যান্ডউইথ দ্বারা কী বোঝায়?
ক. ট্রান্সমিশন পদ্ধতি    
খ. ইন্টারনেট সার্ভিস
গ. ডেটা স্থানান্তরের হার 
ঘ. ট্রান্সমিশন মোড

৭. নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য?
ক. ইনস্টলের খরচ অত্যন্ত বেশি
খ. প্রতিটি বর্ণের সঙ্গে একটি স্টার্ট বিট গ্রহণ করতে হয়
গ. প্রেরকের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়
ঘ. ডেটা ট্রান্সমিশনের গতি কম

আরো পড়ুন : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত অধ্যায়ের ২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব

৮. ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড হলো-
i. সিমপ্লেক্স     
ii. হাফ ডুপ্লেক্স 
iii. ফুল ডুপ্লেক্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii
গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৯. নিচের কোনটি তথ্যের ক্ষুদ্রতম একক?
ক. Binary    খ. bit
গ. Byte       ঘ. bps

১০. ১ বাইট= কত বিট?
ক. ২ বিট     খ. ৪ বিট 
গ. ৮ বিট     ঘ. ১০২৪ বিট

১১.১ Gbps বলতে কী বোঝায়?
ক. প্রতি সেকেন্ডে ১ হাজার বিট স্থানান্তর
খ. প্রতি সেকেন্ডে ১ লাখ বিট স্থানান্তর
গ. প্রতি সেকেন্ডে ১ মিলিয়ন বিট স্থানান্তর
ঘ. প্রতি সেকেন্ডে ১ বিলিয়ন বিট স্থানান্তর

১২. ইউনিকাস্ট মোডের উদাহরণ হলো-
i. পেজার ii. মোবাইল  iii. ফ্যাক্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii
গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১৩. USB-এর পূর্ণরূপ হলো-
ক. Universal Serial Bus
খ. Unique Serial Bus
গ. Universal Selection Bus
ঘ. Universal Serial Bulk

১৪. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য-
i. একটির পর একটি ক্যারেকটার ট্রান্সমিট হয়
ii. স্টার্ট বিট ও স্টপ বিট ব্যবহৃত হয় 
iii. নির্দিষ্ট সময় পর পর ক্যারেকটার ট্রান্সমিট হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii
গ. ii ও iii    ঘ. i, ii ও iii

উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. গ, ৭. খ, ৮. ঘ, ৯. গ, ১০. গ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ক।

লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব, এইচএসসি ভূগোল ১ম পত্র

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব, এইচএসসি ভূগোল ১ম পত্র
প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপ বিদ্যা শাখায় ভূত্বকের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতীকী ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৯। প্রাকৃতিক পানিচক্রের স্থান ও কালগত বিশ্লেষণ ভূগোলের কোন শ্রেণিভুক্ত?
ক) নদীজ ভূগোল    
খ) মৃত্তিকা ভূগোল
গ) প্রাকৃতিক ভূগোল    
ঘ) জলবায়ু ভূগোল

৪০। প্রাকৃতিক ভূগোলের আধুনিক রূপকার কে?
ক) ভন হামাবোল্ট    খ) কার্ল রিটার
গ) ড্যাডলি স্ট্যাম্প    ঘ) ফ্রেডরিক র্যাটজেল

৪১। বারিমণ্ডল ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?
ক) মানব ভূগোল          খ) নগর ভূগোল
গ) আঞ্চলিক ভূগোল    ঘ) প্রাকৃতিক ভূগোল

৪২। প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের দৃষ্টিভঙ্গি পুনঃপরিবর্তিত হয়েছে কেন?
ক) রাজনৈতিক কারণে        
খ) সময়ের পরিবর্তনে
গ) বিশ্ব উষ্ণায়নের কারণে        
ঘ) আঞ্চলিক কারণে

৪৩। জলবায়ুবিদ্যার উপাদানগুলো হলো-
i. আবহাওয়া জলবায়ু    
ii. সাগর ও মহাসাগর
iii. বায়ুর গঠন ও উপাদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৪৪। বিংশ শতাব্দী থেকে প্রাকৃতিক ভূগোলে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে?
ক) জীবতত্ত্ব           খ) সমুদ্রতত্ত্ব 
গ) উপকূলীয়তত্ত্ব    ঘ) বারিতত্ত্ব

৪৫। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় ভূত্বকের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে?
ক) জলবায়ু বিদ্যা    খ) পানি বিদ্যা
গ) ভূমিরূপ বিদ্যা    ঘ) সমুদ্র বিদ্যা

আরো পড়ুন : প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব

৪৬। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় ঘূর্ণিঝড় ও টর্নেডো নিয়ে আলোচনা করা হয়?
ক) ভূমিরূপ বিদ্যা    খ) সমুদ্র বিদ্যা
গ) জলবায়ু বিদ্যা     ঘ) জীব বিদ্যা

৪৭। প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত কোনটি?
ক) নগর ভূগোল    খ) জনসংখ্যা ভূগোল
গ) বসতি ভূগোল    ঘ) ভূমিরূপ ভূগোল

৪৮। প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কোনটি?
ক) পৃথিবীর বর্ণনা    খ) পরিবেশ ও প্রকৃতি
গ) পৃথিবীর জন্ম      ঘ) খনিজ সম্পদ

৪৯। কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত?
ক) চিনিশিল্প        খ) বায়ুপ্রবাহ
গ) জনসংখ্যা      ঘ) পরিবার

নিচের উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

গ্রীষ্মের প্রচণ্ড গরমে মুকুল ও তার বন্ধুরা ঢাকা থেকে কুয়াকাটা বেড়াতে যায়। কিন্তু এখানে রাতের বেলা তারা ঢাকা শহরের তুলনায় হালকা শীত অনুভব করে।

৫০। উদ্দীপকের ঘটনাটির মাধ্যমে প্রাকৃতিক ভূগোলের কোন শাখাটি ফুটে উঠেছে?
ক) সমুদ্র বিদ্যা       খ) উপকূলীয় বিদ্যা
গ) জলবায়ু বিদ্যা    ঘ) পরিবেশ বিদ্যা

৫১। স্থান দুটিতে জলবায়ু ভিন্ন হওয়ার কারণ-
i. ভূমিরূপ        
ii. বায়ুপ্রবাহ 
iii. সমুদ্র থেকে দূরত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

উত্তর: ৩৯. গ, ৪০. ক, ৪১. ঘ, ৪২. খ, ৪৩. খ, ৪৪. খ, ৪৫. গ, ৪৬. গ, ৪৭. ঘ, ৪৮. গ, ৪৯. খ, ৫০. গ, ৫১. গ।

লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

Unit-6, Lesson-4-এর ৫টি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
Unit-6, Lesson-4-এর ৫টি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি ইংরেজি ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ
Unit-6, Lesson-4
 
1. Read the passage and answer question B.
 
When Shilpi heard about those risks, she invited her husband, Rashid, to discuss pregnancy with a counsellor. After hearing about the risks, Rashid agreed to delay having children for five years despite pressures from his parents and neighbours to produce an offspring. Together, the couple met with a female health care provider, who informed them about the various family planning options available. Shilpi’s mother-in-law and neighbours continued to pressurize the newlyweds. Deeply rooted cultural practices and traditions caused a rift between Shilpi and Rashid and their extended family, some of whose members insulted and criticized the couple. Unable to convince their close relatives of the risks, Shilpi and Rashid returned to the counsellor. They took the help of a parent peer who has been trained to speak to other parents about adolescent issues. Shilpi’s mother-in-law and neighbours eventually came to understand the harmful effects of early pregnancy on mother and child. Today the village no longer pressurizes the couple; their parents and neighbours now support them and speak out against early marriage and pregnancy.  
 
B. Answer the following questions.
 
(a) How long did Rashid agree to delay having children?
 
Ans: When Rashid’s wife Shilpi came to know about the risks of early pregnancy, she invited him to discuss pregnancy with a counsellor. After hearing about the risks, Rashid agreed to delay having children for five years despite pressures from his parents and neighbours to produce an offspring.
 
 
(b) Who were creating pressures on Shilpi? Why?
 
Ans: Rashid’s parents and neighbours were creating pressures on Shilpi. They felt impatient that she would give birth to an offspring very soon. 
 
(c) What did the couple do after having pressures?
 
Ans: The couple went to talk to a female health care provider and they got information about the various family planning options available in those days.
 
(d) What was responsible for the adverse situation in which the couple fell?
 
Ans: Deeply rooted cultural practices and traditions were responsible for the adverse situation the couple fell in; it created a rift between Shilpi and Rashid and their extended family; some of the members insulted and criticized the couple.
 
(e) How is the attitude of the village to the couple’s decision to delay having children now? 
 
Ans: Now the village takes the couple’s decision to delay having children positively; it no longer pressurizes the couple. Moreover, their parents and neighbours now support them and speak out against early marriage and pregnancy.
 
লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
ঢাকা কমার্স কলেজ, ঢাকা
 
কবীর

‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৫টি প্রশ্নোত্তর, ১১তম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম
‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৫টি প্রশ্নোত্তর, ১১তম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কোন ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করেছে?
(ক) যমুনা ব্যাংক    
(খ) প্রিমিয়াম ব্যাংক    
(গ) ওরিয়েন্টাল ব্যাংক    
(ঘ) সিটি ব্যাংক    
(ঙ) ঢাকা ব্যাংক

উত্তর: (গ) ওরিয়েন্টাল ব্যাংক।

১৭। ‘ডাম্পিং’ অর্থ হলো- 
(ক) দেশীয় মূল্যের চেয়ে বেশি মূল্যে অতিরিক্ত পণ্য বিদেশে বিক্রয় করা
(খ) যেকোনো আগ্রহী ফার্মকে বিদেশে লাইসেন্স দেওয়া
(গ) যেসব পণ্য দেশীয় গুণগত মান পূরণ করতে পারে না, সেগুলো বিদেশে বিক্রি করা
(ঘ) প্রতিকূল লেনদেনের ভারসাম্য হ্রাস করার জন্য রপ্তানি উৎসাহিত করা
(ঙ) দেশীয় মূল্যের চেয়ে কম মূল্যে অতিরিক্ত পণ্য বিদেশে বিক্রয় করা

উত্তর: (ঙ) দেশীয় মূল্যের চেয়ে কম মূল্যে অতিরিক্ত পণ্য বিদেশে বিক্রয় করা।

আরো পড়ুন : ‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৭টি প্রশ্নোত্তর, ১০ম পর্ব

১৮। কোন সালের দেউলিয়া আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করা যায়?
(ক) ১৯৯৬ সালের    
(খ) ১৯৯৭ সালের
(গ) ১৯৯৮ সালের 
(ঘ) ১৯৯৯  সালের    
(ঙ) ২০০১  সালের 

উত্তর: (খ) ১৯৯৭  সালের।

১৯। বাংলাদেশে ইসলামি শরিয়াহ অনুযায়ী পরিচালিত বাণিজ্যিক ব্যাংকগুলোকে আমানতের শতকরা কত ভাগ তারল্য সংরক্ষণ করতে হয়?
(ক) ৮ ভাগ        (খ) ৯ ভাগ    
(গ) ১০ ভাগ       (ঘ) ১১ ভাগ    
(ঙ) ১৩ ভাগ

উত্তর: (গ) ১০ ভাগ।

২০। কোনটি দীর্ঘমেয়াদি অর্থ সংস্থানের উৎস নয়?
(ক) সাধারণ শেয়ার    
(খ) ডিবেঞ্চার    
(গ) অগ্রাধিকার শেয়ার    
(ঘ) বন্ড    
(ঙ) ট্রেজারি বিল 

উত্তর: (ঙ) ট্রেজারি বিল।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

বাস্তব সংখ্যা অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি গণিত

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম
বাস্তব সংখ্যা অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি গণিত
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। প্রতীকী ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : বাস্তব সংখ্যা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০। মূলদ সংখ্যার ক্ষেত্রে-
i. প্রত্যেক পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা
ii. a ও b দুটি মূলদ সংখ্যা হলে a+b, a-b এবং ab মূলদ সংখ্যা
iii. a/b মূলদ সংখ্যা, যখন   এবং a,b পূর্ণ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii        খ. i ও iii
গ. ii ও iii        ঘ. i, ii, iii

১১। নিচের সংখ্যাগুলোর মধ্যে-
i. ১.৬৬৬৫৩৬২......একটি অমূলদ সংখ্যা
ii. ১.৬৬৬৫৩৬২.....একটি অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা
iii. ১.৬৬৬৫৩৬২....এর পূর্ণবর্গ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii
গ. ii ও iii        ঘ. i, ii, iii

১২। নিচের কোন সংখ্যাকে সসীম দশমিকে কিংবা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়?
ক. স্বাভাবিক      খ. মৌলিক 
গ. মূলদ             ঘ. অমূলদ 

১৩। নিচের কোনটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ?
ক. ১.৪১৪১৪১..........        
খ. ২.১৩৫৬১২৪..............
গ. ২.৮২৮৪৪২৭১.......     
ঘ. ৫.১২৭৬৫৭৬৫.............

আরো পড়ুন : বাস্তব সংখ্যা অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব

১৪। নিচের কোনটি অসীম আবৃত্ত দশমিক সংখ্যা?
ক. ১.২৩২৩.....     খ. ১.৫২৩০৫০০৫৬... 
গ. ১.৭৩২০৫.....    ঘ. ২.১২৩৪০.......

১৫। ৫/১২ ও ১০/৩ মূলদ সংখ্যাগুলো কীভাবে প্রকাশ করা যায়?
ক. সসীম দশমিক     
খ. পূর্ণ সংখ্যায় 
গ. আবৃত্ত দশমিক 
ঘ. অসীম অনাবৃত্ত দশমিকে

 ১৬। ৯৫/৩৭ কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
ক. ২.৫৬৭৫    খ. ২.৫৭
গ. ২.৫৬        ঘ. ২.৫ 

উত্তর: ১০. ঘ, ১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. ক, ১৫. গ, ১৬. খ।

লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা

কবীর

Unit-5, Lesson-4 (C)-এর ৪টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৬ পিএম
Unit-5, Lesson-4 (C)-এর ৪টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি ইংরেজি ১ম পত্র
জন মিল্টন ছিলেন ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি। ছবি-সংগৃহীত
Unit-5, Lesson-4 (C) 
 
Read the following text and fill in each gap with a suitable word based on the information of the text. 
 
Fish population is in serious danger from global warming. Climate change is increasing the water temperature in rivers, lakes and seas. This means there is less food and oxygen available for fish. It also means the fish may not grow fully and may have fewer offspring. Some fishes will become extinct if temperatures rise even by one or two degrees Celsius.
Climate change increases the pressure on fish populations. Fishes are one of the world most valuable biological assets. Forty percent of people in the world eat fish as their main source of protein. If we fail to reduce greenhouse gas emissions, we will increase the pressure on fish. As a result, people who depend on fish will suffer from hunger and poverty.
 
Fill in each gap with a suitable word and answer the questions no-3. 
 
It is learnt from the passage (a) --- global warming is posing a great (b) --- to fish population. Fish population is not (c) --- from the danger of climate change. It is (d) --- that some species of fishes will be extinct due (e)---temperature rise in near future.
 
Read the following text carefully and answer the questions no. 4 and 5.
 
John Milton was one of the most famous poets in English literature. He was born on December 9, 1608 in London. At the age of 17, he went to Cambridge University for study and after seven years of study he took MA degree from that university. The next six years he spent at Horton in unprofessional study. In 1638 he started his foreign tour. In 1641 he married Mary Powell, a young girl of seventeen. But his wife died in 1652 leaving him with three daughters. So, he married a second time in 1656 but two years after his second wife also died. Of all his works 'Paradise Lost' is said to be his greatest. He finished composing this epic in 1663. But it was published four years later. By this time, he had lost his eyesight. At the age of 66, he died on November 8, 1674.
 
 
4. Complete the following table with information from the passage.
 
5. Write a summary of the above passage in your own words.
 
6. Match the parts of sentences given in columns ‘A’, ‘B’ and ‘C’ to write five complete sentences.
 
Answers: 3. (a) that, (b) threat/risk, (c) free/safe, (d) anticipated/ assumed/believed, (e) to.
4. (i) 1608, (ii) Cambridge University, (iii) Mary Powell, (iv) Paradise lost, (v) 1674.
5. John Milton was an English poet. He had much literary creativity. He was a man of letters in the true sense of the term. Of all his literary works, 'Paradise Lost' is considered the greatest. He finished writing this epic in 1663. But it was published in 1667. By this time he had lost his eyesight. This great poet breathed his last on November 8, 1674.
6. (a) Now digital Bangladesh is not merely an ambitious idea rather it is now a reality.
(b) Already it has made our life easier and more comfortable.
(c) Now, we perform many activities through the Internet, computer and mobile phone.
(d) At present trade and commerce are held using the internet even staying home.
(e) The process of digitization has paved the way to build up smart Bangladesh.
 
লেখক : প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা  
 
কবীর