ঢাকা ৩ আশ্বিন ১৪৩১, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

দিল্লিতে শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭ নবজাতকের মৃত্যু

প্রকাশ: ২৬ মে ২০২৪, ১০:০১ এএম
আপডেট: ২৬ মে ২০২৪, ১২:৪০ পিএম
দিল্লিতে শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭ নবজাতকের মৃত্যু
ছবি : সংগৃহীত

ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাত নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

শনিবার (২৫ মে) রাতে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু সুরক্ষা কেন্দ্রে এ আগুন লাগার ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু সুরক্ষা কেন্দ্র থেকে শনিবার রাত ১১টা ৩২ মিনিটের দিকে ফোন করে আগুন লাগার বিষয়টি আমাদের জানানো হয়। পরে দমকলের ১৬টি ইউনিট দীর্ঘসময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

কর্মকর্তারা জানান, ভবনের প্রথম তলা থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজন মারা যায়। আরও পাঁচ শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

একটি পৃথক ঘটনায় শনিবার রাতে দিল্লির শাহদারা এলাকায়ও একটি আবাসিক ভবনে আগুন লাগে। পরে ফায়ার ব্রিগেডের পাঁচটি গাড়ি ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এর আগে শনিবারই গুজরাটের গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জন মারা যান। রাজকোটের সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, ‘মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে এবং তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।’

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সূত্র: এনডিটিভি

পপি/অমিয়/

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে আগ্রহী ভারত : জয়শঙ্কর

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে আগ্রহী ভারত : জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতিকে ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি তিনি বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন তিনি। প্রতিবেশী রাষ্ট্রগুলো একে অপরের ওপর নির্ভরশীল বলেও জানান জয়শঙ্কর। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সেখানে শান্তি স্থাপনকারী দিল্লির সম্ভাব্য ভূমিকা নিয়েও আলাপ করেন। তার ভাষ্যে উঠে এসেছিল গাজার যুদ্ধের মতো বিষয়গুলোও।

বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘যা হচ্ছে, সেটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের দিক থেকে সম্পর্ক আমরা স্থিতিশীল রাখতে চাই। আমাদের ভালো বাণিজ্য রয়েছে, আমাদের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কও ভালো… আমি সম্পর্ক সেরকমই রাখতে চাই।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারান শেখ হাসিনা। পালিয়ে যান ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে। আপাতত তিনি ভারতেই আছেন। তার বিরুদ্ধে বাংলাদেশে দেড় শতাধিক মামলা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ছাত্র আন্দোলন দমাতে শক্তি প্রয়োগের নির্দেশনা দিয়েছিলেন। যার জেরে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকে পঙ্গু হয়ে গেছেন। জয়শঙ্কর জানান, শেখ হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য সময় দিতে রাজি হয়েছে ভারত সরকার। 

বাংলাদেশে বর্তমানে ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনিও জানিয়েছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে আগ্রহী। তবে সম্পর্কে ‘ন্যায্যতা ও সাম্যতার’ প্রতিচ্ছবি থাকতে হবে। সূত্র: এনডিটিভি 

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি
অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ ঘোষণার পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি

অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণার পর আম আদমি পার্টির (এএপি) নেত্রী আতিশিকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আম আদমি পার্টির বৈঠকে কেজরিওয়াল নিজেই তার উত্তরসূরি হিসেবে আতিশির নাম প্রস্তাব করেন। প্রস্তাবে ঐকমত্য পোষণ করেন দলের নেতা-কর্মীরা। পরে আজই তিনি পদত্যাপত্র জমা দেন।

বর্তমানে দিল্লি সরকারের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন অতিশি। তার অধীনে আছে শিক্ষা, গণপূর্ত, সংস্কৃতি ও পর্যটন এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়।

অতিশির পুরো নাম আতিশি মারলেনা সিং। ১৯৮১ সালে জন্ম নেওয়া আতিশির নামের মধ্যবর্তী অংশ ‘মারলেনা’ এসেছে মার্ক্স ও লেনিন শব্দের সন্ধিতে। রাজনৈতিক জীবনে যদিও নামের শেষের দুটি অংশ ব্যবহার করেন না তিনি। ২০১৮ সাল থেকে শুধু ‘আতিশি’ নামটিই ব্যবহার করছে তার দল আম আদমি পার্টি।

উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যন্ত দিল্লিতেই পড়াশোনা করেছেন। এরপর তিনি স্কলারশিপ পেয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে ২০০৩ সালে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। 

২০১৩ সালে আম আদমি পার্টির হয়ে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেন আতিশি। ২০১৫ সালে মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় ঐতিহাসিক জল সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেন তিনি। ২০১৯ সালে দিল্লির লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে তাকে প্রায় পাঁচ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে জিতে যান বিজেপি প্রার্থী সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। তবে ২০২০ সালে বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিল্লির কালকাজি আসন থেকে বিধায়ক নির্বাচিত হন আতিশি।

এএপির তিন জ্যেষ্ঠ নেতা কেজরিওয়াল, সিসোদিয়া ও সঞ্জয় সিংকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের পর প্রায় এক হাতেই ক্ষমতাসীন দল বিজেপির সমালোচনা করেন আতিশি। মুখ্যমন্ত্রীর মতো ‘এত বড় একটি দায়িত্ব’ অর্পণের জন্য ‘গুরু’ কেজরিওয়ালকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে দল থেকে তার নাম ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায় জানান, মুখ্যমন্ত্রীর পদ থেকে তার গুরু কেজরিওয়াল পদত্যাগ করায় তিনি ব্যথিত।

সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘কেজরিওয়াল একজন বিধায়ক এবং মন্ত্রী হিসেবে আমার ওপর আস্থা রেখেছেন। আজ তিনি আমাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিলেন। তিনি আমার ওপর এত বিশ্বাস ও আস্থা রাখায় আমি খুব আনন্দিত।...আম আদমি পার্টি বলেই এটি সম্ভব হয়েছে। আমি খুবই সাধারণ একটি পরিবার থেকে এসেছি। অন্য কোনো দল হলে আমি নির্বাচনে মনোনয়নই পেতাম না।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

মায়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৬

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২ এএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ এএম
মায়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৬
টাইফুন ইয়াগির প্রভাবে ভয়াবহ বন্যার কবলে মায়ানমার। ছবি: সংগৃহীত

মায়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ২৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মায়ানমার সরকারের এ পরিসংখ্যান জানিয়েছে।

নিহত ও নিখোঁজের এ সংখ্যা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সংস্থাটি জানায়, একাধিক সূত্র ইঙ্গিত দেয়- শত শত লোক মারা গেছে, আরও অনেক নিখোঁজ রয়েছে। আনুমানিক ছয় লাখ ৩১ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বছর এ অঞ্চলে আঘাত হানা ঝড়ের মধ্যে টাইফুন ইয়াগি অন্যতম শক্তিশালী ঝড়। এটি গত সপ্তাহে দক্ষিণ চীন, ভিয়েতনাম, লাওস ও মায়ানমারজুড়ে প্রবল বৃষ্টিপাতের সৃষ্টি করেছে। ভিয়েতনামের উত্তরাঞ্চলে ইতোমধ্যেই শতাধিক মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

মায়ানমারের রাজধানী নেপিডো, কেন্দ্রীয় মান্দালয় অঞ্চলের পাশাপাশি কায়া, কায়িন ও শান রাজ্যসহ অন্তত ৯টি অঞ্চল ও রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওসিএইচএ বলেছে- খাদ্য, পানীয় জল, ওষুধ, জামা-কাপড় ও বাসস্থানের জরুরি প্রয়োজন। তবে ক্ষতিগ্রস্ত রাস্তা ও সেতুর পাশাপাশি অস্থিতিশীল টেলিযোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা ত্রাণ কার্যক্রমে ব্যাপকভাবে বাধা সৃষ্টি করছে। সূত্র: আল-জাজিরা

ইসরাত চৈতী/অমিয়/

সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ৪০

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ এএম
সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ৪০
হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি: সংগৃহীত

সুদানের মধ্যাঞ্চলীয় একটি গ্রামে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

গত রবিবার (১৫ সেপ্টেম্বর) এই হামলা হয়। বেসরকারি গ্রুপ আবু গৌতা প্রতিরোধ কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানের ‘গেজিরা রাজ্যের আবু গৌতা এলাকার গৌজ আল-নাকা গ্রামে আরএসএফের হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।’

এতে আরও বলা হয়, গ্রামে বেশ কয়েকটি মরদেহ পড়ে রয়েছে, কারণ ওই হামলার সময় গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া লোকজনকে লাশগুলো দাফন করতে ফিরে আসতে বাধা দিচ্ছে আরএসএফ।

কমিটি স্থানীয় বাসিন্দাদের গ্রামে প্রবেশ করতে এবং লাশগুলো দাফন করার সুযোগ দিতে সুশীল সমাজের বিভিন্ন সংগঠনকে আরএসএফের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে।

তবে, আরএসএফ এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) রাজ্যের রাজধানী ওয়াদ মাদানি থেকে প্রত্যাহার করার পর আরএসএফ ২০২৩ সালের ডিসেম্বরে গেজিরা রাজ্যের নিয়ন্ত্রণ নেয়।

২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদানে এসএএফ এবং আরএসএফের মধ্যে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে সংঘর্ষের ফলে দেশটিতে কমপক্ষে ১৬ হাজার ৬৫০ জন প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। - সিনহুয়া

অমিয়/

ট্রাম্প হত্যা প্রচেষ্টাকারীর নাম প্রকাশ

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ এএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ এএম
ট্রাম্প হত্যা প্রচেষ্টাকারীর নাম প্রকাশ
ইনসেটে রায়ান ওয়েসলি রাউথ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্দেহভাজন হত্যা প্রচেষ্টাকারীর নাম প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম। তার নাম রায়ান ওয়েসলি রাউথ।

রাউথ ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের উদ্যেগকে সমর্থন করার জন্য কিয়েভ সফরে গিয়েছিলেন। এএফপি তখন তার সাক্ষাৎকার নিয়েছিল। 

যুক্তরাষ্ট্রের মিডিয়া তাকে ডোনাল্ড ট্রাম্পের সন্দেহভাজন হত্যা প্রচেষ্টাকারী হিসেবে চিহ্নিত করে ইতোমধ্যে আটক করেছে।

যুক্তরাষ্ট্রের মিডিয়া জানায়, দেশটির গোয়েন্দা সংস্থার সদস্যরা ‘এক বন্দুকধারীর ওপর গুলি চালানোর’ পর রাউথকে (৫৮) ট্রাম্পের ফ্লোরিডার গলফ কোর্সের সীমানার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার  করে।

সন্দেহভাজন রাউথ ঝোপের মধ্যে লুকিয়ে ছিলেন। গোয়েন্দা সংস্থার ট্র্যাক করার আগেই সেখান থেকে বেরিয়ে এসে একটি কালো রংয়ের গাড়িতে করে পালিয়ে যায়।

পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্র্যাডশ সাংবাদিকদের বলেন,  একজন প্রত্যক্ষদর্শী সন্দেহভাজন ব্যক্তি এবং তিনি যে গাড়িটি চালিয়েছিলেন তার ছবি তুলেছিলেন। এর ভিত্তিতে পাম বিচ কাউন্টির উত্তরে মার্টিন কাউন্টিতে তাকে থামিয়ে আটক করা হয়।

সিএনএন এবং সিবিএস জানিয়েছে, রাউথ হাওয়াইয়ে সাশ্রয়ী মূল্যে আবাসনের ব্যবসা করতেন। তার রয়েছে কয়েক দশকের গ্রেপ্তারের রেকর্ড এবং রাউথ কখনো কখনো রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের সমালোচনা করাসহ নিয়মিতভাবে রাজনীতি এবং বর্তমান ইভেন্টগুলো পোস্ট করতেন।

এদিকে হোয়াইট হাউস রবিবার জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিরাপদে থাকার খবরে ‘স্বস্তি’ প্রকাশ করেছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তর্জাতিক গল্ফ মাঠের নিরাপত্তার বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। ট্রাম্প নিরাপদে আছেন জেনে তারা স্বস্তি প্রকাশ করেন।’ 

এফবিআই এক বিবৃতিতে বলেছে, সংস্থাটি বিশ্বাস করে যে ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে একটি প্রচার সমাবেশে গুলিতে আহত হওয়ার পর দুই মাসের মধ্যে এটি ট্রাম্পকে হত্যার দ্বিতীয় প্রচেষ্টা। 

অমিয়/