নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে পরাজিত হওয়ায় সমালোচিত হচ্ছে ভারতের ক্রিকেটাররা। বিশেষ করে দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে করা হচ্ছে তির্যক মন্তব্য। এবার রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
তিনি প্রশ্ন করেন – ভারতের অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফর শেষে কি দুটোই থাকবে নাকি একটি?
অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া সিরিজে রানে ফিরতে না পারলে এই সংস্করণ ছাড়তে পারেন রোহিত বলে মনে করেন শ্রীকান্ত। তবে যদি কোহলিও ফিরতে না পারেন রানে? কোহলির ব্যাপারে এই মন্তব্য আগেভাগেই হয়ে যাবে মনে করেন ভারতের এই সাবেক অধিনায়ক।
শ্রীকান্ত বলেন, রোহিত শর্মা ভালো করতে না পারলে আমার মনে হয়, সে নিজেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবে। শুধু ওয়ানডে খেলবে। টি–টোয়েন্টি তো আগেই ছেড়েছে। আমাদের মনে রাখতে হবে, তার বয়স বাড়ছে, কমছে না।
ইউটিউব শোতে শ্রীকান্ত বলেছেন, ‘১০০ ভাগ। আপনাকে আগেই ভেবে রাখতে হবে (ভারত যদি অস্ট্রেলিয়ায় ভালো করতে না পারে)। রোহিত শর্মা ভালো করতে না পারলে আমার মনে হয়, সে নিজেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবে। শুধু ওয়ানডে খেলবে। টি–টোয়েন্টি তো আগেই ছেড়েছে। আমাদের মনে রাখতে হবে, তার বয়স বাড়ছে, কমছে না।’
কোহলিকে নিয়ে শ্রীকান্ত বলেছেন, ‘আমার মতে, বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় (রানে ফেরা) শুরু করবে। অস্ট্রেলিয়াই তার জায়গা এবং আমার মতে, এটাই তার শক্তি। কোহলিকে নিয়ে এখন এসব (টেস্ট ছাড়া) কথা একটু আগেভাগেই হয়ে যায়। আমি এটা মানব না। বিরাট কোহলির হাতে অনেক সময় আছে।’
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ২২ নভেম্বর পার্থে শুরু হবে প্রথম টেস্ট।