পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত হওয়ার পর থেকেই আলোচনায় ছিল ভারতের যাওয়া না যাওয়া নিয়ে। অবশেষে ভারত আইসিসিকে জানিয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে তাদের যাওয়া অপারগতা নিয়ে। ভারতের এমন সিদ্ধান্তের পর ক্ষোভ দেখা দিয়েছে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের মাঝে।
তবে পাকিস্তানের গণমাধ্যমের দাবি, ভারতকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ভাবা হচ্ছে।
যদিও এই ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির একটি সূত্র পিটিআইকে শুধু জানিয়েছে, ‘আইসিসির একটি ই-মেইল পেয়েছে পিসিবি। বিসিসিআই যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠাবে না।’
আইসিসি থেকে পাওয়া সেই ই-মেইল পরামর্শ এবং সাহায্যের জন্য একই ই-মেইল পাকিস্তান সরকারকে পাঠিয়েছে পিসিবি।
তবে বড় খবর দিয়েছে পাকিস্তানের সামা টিভি। পিসিবির সূত্রের বরাত দিয়ে তাদের অনলাইন সংস্করণে তারা জানিয়েছে, ‘ভারত সরকার পাকিস্তানে দল পাঠানো নিয়ে আগের অবস্থানে থাকায় আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ‘মাইনাস ইন্ডিয়া’ ফর্মুলার কথা ভাবা হচ্ছে।’
এমন খবরের মানে দাঁড়াচ্ছে পাকিস্তান তাদের মাটিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বদ্ধপরিকর এবং প্রয়োজ়ণে ভারতকে বাদ দিয়ে। যদিও এমনকিছু হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান। কারণ, আইসিসির সিংহভাগ আয় আসে ভারতের ক্রিকেট থেকে।
পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’ সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘কোনো টুর্নামেন্টেই আমরা ভারতের সঙ্গে খেলব না, যতক্ষণ না ওরা পাকিস্তানে এসে খেলতে চাইবে।’ পিসিবির কর্মকর্তারা মনে করছেন, ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করলে দুই পক্ষেরই ক্ষতি হবে।
পাকিস্তানের মাটিতে ২০০৮ সালের পর কোনো সিরিজ খেলেনি ভারত। ২০২৩ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হওয়ায় সেটিও হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছিল পাকিস্তানকে। ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত তাদের ম্যাচগুলো আরব আমিরাতে।