নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
শুক্রবার (৯ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবদুস সালাম এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়, ‘গত ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকরা স্বাগত, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ছাত্র-শিক্ষক ও জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং তার দেশ ছেড়ে যাওয়ার ফলে দেশ যে সরকারবিহীন হয়ে পড়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে তা পূরণ হওয়ায় আমরা আনন্দিত।’
বিবৃতিতে নতুন সরকার প্রাধান্য নির্ধারণের মাধ্যমে যথাযথ পরিকল্পনা নিয়ে সমস্যা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও সেই সঙ্গে হাসিনা সরকারকে উৎখাতে গণ-অভ্যুত্থানে শত শত ছাত্র-জনতা মৃত্যুর পেছনে যারা জড়িত তাদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি শহিদদের রক্তের ঋণ পরিশোধ ও জনমানুষের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে দেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।
আরিফ জাওয়াদ/এমএ/