পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসিত বিকাশ খীসা গ্রুপের কর্মী বরুণ বিকাশ চাকমাকে (৫৫) তার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
গতকাল শনিবার (৮ জুন) রাত ৯টার দিকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুদকছড়া হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে।
ইউপিডিএফ প্রসীত বিকাশ খীসা গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, শনিবার রাতে ৩-৪ জন অস্ত্রধারী পাহাড়ি যুবক বরুণ বিকাশ চাকমার বাড়িতে ঢুকে গুলি চালিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। নিহত বরুণ বিকাশ চাকমাকে নিজেদের কর্মী বলে দাবি করে এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন অংগ্য মারমা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।