ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

টাঙ্গাইলে প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাত, এলজিইডিতে দুদকের অভিযান

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫০ পিএম
টাঙ্গাইলে প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাত, এলজিইডিতে দুদকের অভিযান
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগে এলজিইডিতে দুদকের অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা এলজিইডি কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক নুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাথমিকভাবে কাজ না করে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক কর্মকর্তারা।

জেলা এলজিইডি কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতি, একাধিক প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিধিবহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন, এলজিইডির তত্ত্বাবধানে গ্রামগঞ্জের রাস্তা এবং ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গুণগতমান বজায় না রাখা এবং উপজেলা ও জেলা পর্যায়ে এলজিইডির বিভিন্ন কর্মকর্তাগণ কর্তৃক নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তী সময়ে তারা ধাপে ধাপে কালিহাতী, মধুপুর, ভূঞাপুর সখীপুর, মির্জাপুর উপজেলায় অভিযান পরিচালনা করবে।

দুদক জেলা শাখার সহকারী পরিচালক বলেন, সুনির্দিষ্টভাবে অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রকল্পের কাগজগুলো যাচাইবাছাই করা হয়েছে। কাজ না করেই বিভিন্ন প্রকল্পের থেকে বিল উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

জুয়েল রানা/মাহফুজ 

 

ঈদুল আজহা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৪ দিনের ছুটি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৬:১৩ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৬:২৩ পিএম
ঈদুল আজহা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৪ দিনের ছুটি
আখাউড়া স্থলবন্দর। ছবি: খবরের কাগজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা চারদিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এসময় বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।

বন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্রবার (৬ জুন) থেকে সোমবার (৯ জুন) বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কাযক্রম বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (১০ জুন) বন্দরে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরারাজ্যসহ সাতটি পাহাড়িরাজ্যে পাথর, সিমেন্ট, ছোট-বড় মাছ, শুটকিসহ প্রায় অর্ধশতাদিক পণ্য রপ্তানি হয়। সম্প্রতি ভারত বেশ কয়েকটি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এ বন্দরে রপ্তানি আয় প্রায় অর্ধেকে নেমে আসে।

জুটন বনিক/মাহফুজ

 

শোলাকিয়ায় ঈদের জামাত সকাল ৯টায়, নাশকতার আশঙ্কা নেই

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৬:২৭ পিএম
শোলাকিয়ায় ঈদের জামাত সকাল ৯টায়, নাশকতার আশঙ্কা নেই
শোলাকিয়ায় ব্রিফিং করেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। ছবি: খবরের কাগজ

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ১৯৮তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ঈদের জামাতের ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। নারীদের জন্য সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টায় আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ ও র‍্যাব কর্মকর্তারা জানিয়েছে, শোলাকিয়া ঈদগাহে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই।

শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, সারা দেশ ও বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজের জন্য আসবেন। যারা এক থেকে দুই দিন আগে চলে আসেন, তাদের জন্য পৃথক স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে। স্থানগুলো হলো আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় ও বাগে জান্নাত নুরানি মাদ্রাসা। দূর-দূরান্ত থেকে যে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে আসবেন, তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে অজুর পানির ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা করা হচ্ছে। মুসল্লিদের কোনো শারীরিক সমস্যা হলে এখানে মেডিকেল ক্যাম্প থাকবে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য। ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কাজ করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

বুধবার (৪ জুন) দুপুরে জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজেম উদ্দিন শোলাকিয়া মাঠের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। পরে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির সাংবাদিকদের শোলাকিয়া মাঠের প্রস্তুতি নিয়ে ব্রিফ করেন।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ঈদের জামাতে অংশগ্রহণের জন্য মুসল্লিদের জন্য ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহণের সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। শোলাকিয়া এক্সপ্রেস-১ ভৈরব থেকে ছাড়বে সকাল সাড়ে ৬টায়। শোলাকিয়া এক্সপ্রেস-২ ময়মনসিংহ থেকে ছাড়বে সকাল পৌনে ৬টায়। উভয় ট্রেন কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায়।

পুলিশ সুপার কাজেম উদ্দিন বলেন, ঈদ জামাতকে কেন্দ্র করে শোলাকিয়ায় ঈদগাহ-সহ আশপাশের এলাকাকে ৭টি সেক্টরে বিভক্ত করে ৪টি নিরাপত্তা বলয় করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্যে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও জেলা প্রশাসন মিলে একসঙ্গে কাজ করব। নিরাপত্তার জন্য ৫০টি মেটাল ডিটেক্টর, ৮টি আর্চওয়ে গেইট, ৬৪টি সিসি ক্যামেরা, ৮টি ড্রোন ক্যামেরা, ৪টি লাইভ ক্যামেরাসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবহার নেওয়া হয়েছে। একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। মুসুল্লিদের প্রতি অনুরোধ থাকবে শুধু জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশ করবেন।

স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স থাকবে। সড়ক ও মহাসড়কে মোবাইল টিম মোতায়েন থাকবে। দূর-দূরান্ত থেকে আসা মুসুল্লিরা যেকোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য র‍্যাব টহল দিবে। সামাজিক যোগাযোগ মাধ্যম-সহ অন্যান্য প্লাটফর্মে কোনো ধরনের গুজব ও উস্কানিমূলক কোনোকিছু ছড়াতে না পারে সেজন্য আমাদের সাইবার মনিটরিং সেল কাজ করছে। ওয়াচ-টাওয়ারে স্বয়ংক্রিয় স্নাইপার রাইফেল থাকবে যেন যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ করতে পারেন। 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মাহমুদুল ইসলাম তালুদকদার, শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া ও কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তাসলিমা আক্তার মিতু/মাহফুজ

 

মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্য, বিপাকে বড় গাড়ি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৫:৪২ পিএম
মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্য, বিপাকে বড় গাড়ি
ছবি: খবরের কাগজ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সিএনজিচালিত অটোরিকশার দৌরাত্ম্য। এই তিন চাকার বাহনটির জন্য বিপাকে পড়তে হচ্ছে দ্রুতগতির বাস ও ট্রাকগুলোর। মহাসড়কে এই অটোরিকশাগুলোকে বাঁধাও দিচ্ছে না পুলিশ। 

টাঙ্গাইলের মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার মহাসড়ক। এর মধ্যে মির্জাপুর থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত মহাসড়কে দেখা যায় সিএনজির দৌরাত্ম্য।

হানিফ পরিবহনের একটি বাসের চালক মজিবর রহমান বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশার কারণে বাস চালাতে সমস্যা হচ্ছে। কারণ, তারা সাইট দেয় না, হালকা টাচ লাগলেই এক্সিডেন্ট হবে। যেহেতু সাইট লেন আছে চাইলে তারা সাইট দিয়ে যেতে পারে, কিন্তু যায় না।’

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘অবশ্যই সিএনজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি এখনি মহাসড়কের মোবাইল টিমকে বলে দিচ্ছি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।’

জুয়েল রানা/অমিয়/

মুন্সীগঞ্জে আম পাড়তে গিয়ে কারখানা শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৪:৩১ পিএম
মুন্সীগঞ্জে আম পাড়তে গিয়ে কারখানা শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জ জেলারেল হাসপাতাল। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জ সদরে গাছ থেকে আম পাড়তে গিয়ে পলাশ শেখ (২২) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৪ জুন) বেলা ১১টার দিকে সদরের বজ্রযোগিনী এলাকায় রাকা ইন্ডাস্ট্রি নামের একটি অ্যালুমিনিয়াম কারখানায় এ ঘটনা ঘটে। 

পলাশ স্থানীয় শুয়াপাড়া এলাকার নাজিম শেখের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টায় কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন পলাশ। দুপুরে কারখানা থেকে খবর আসে সেখানে গাছ থেকে আম পাড়তে গিয়ে অসতর্কতাবশত কারখানার টিনের শেড ভেঙে পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম খবরের কাগজকে  বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ এখনো পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

মঈনুদ্দীন/পপি/

চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৪:১১ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৪:২০ পিএম
চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা
ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি। ছবি: খবরের কাগজ

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

বুধবার (৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

জানা যায়, বর্তমানে দেশে চামড়ার বাজার মূল্য তুলনামূলক কম। অনেক সময় কেনা দামেও ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেন না। সরকারি দামে ক্রয়-বিক্রয়ে সাড়া থাকে না। ফলে স্থানীয়রা আশঙ্কা করছেন এ সময়টায় চামড়ার দাম ভারতে একটু বেশি থাকবে। সে জন্য বেশি মুনাফার আশায় চামড়া পাচার হওয়ার আশঙ্কা রয়েছে।

চামড়া ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, পাঁচ মণ ওজনের গরুর চামড়া ৫৫০ থেকে ৬০০ এবং ১০ মণ ওজনের গরুর চামড়া ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ছাগলের চামড়ার দাম প্রতি পিস ১০০ টাকা।

অপরদিকে, ভারতের পশ্চিমবঙ্গে পাঁচ মণ ওজনের গরুর চামড়া ৮০০ থেকে ১০০০ রুপি এবং ১০ মণ ওজনের গরুর চামড়া প্রতি পিস ১২০০ রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে।

বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোলের যেসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের সম্ভাবনা থাকে সেসব এলাকা বেশি নজরদারিতে রাখা হয়েছে। যেমন- গাতীপাড়া, বড়আঁচড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা, পুটখালী ও গোগা, কায়বা, অগ্রভুলোট, রুদ্রপুর, কাশিপুর, শিকারপুর, শালকোনা এবং শাহজাতপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

বেনাপোল লতিফা ইয়াসিন এতিম খানার শিক্ষক মাওলানা আজিজুর রহমান বলেন, ‘এলাকার মানুষ তাদেরকে কোরবানির পশুর চামড়া দান করে থাকেন। কিন্তু চামড়ার দাম এবার খুবই কম।’

লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি চেকপোস্টে কড়া নজরদারি রাখা হয়েছে। যাতে কেউ ভারতে চামড়া পাচার করতে না পারে। ঈদ উপলক্ষে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে ২৪ ঘণ্টা আমাদের সৈনিকরা তাদের দায়িত্ব পালন করছে। এ ছাড়াও যেকোনো ধরনের অপরাধ রুখতে বিজিবি সবসময় সীমান্তে সোচ্চার রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্ক আদেশ বহাল থাকবে।

নজরুল ইসলাম/সুমন