
দশম অধ্যায় : স্থির তড়িৎ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১। তরলের মুক্ত তল ভূমিকা পালন করে-
ক) তাপ বিজ্ঞানে খ) উদ্ভিদ বিজ্ঞানে
গ) উদস্থিতি বিদ্যায় ঘ) স্থিতি বিদ্যায়
২২। নিচের কোনটি অন্তরক পদার্থ?
ক) মানবদেহ খ) লোহা
গ) তামা ঘ) বায়ু
২৩। ড্রামের যে স্থানটিতে সাদা-কাগজের মাধ্যমে প্রতিফলিত আলো পড়ে, সেখান থেকে কী বের হয়?
ক) আলো খ) তাপ
গ) আধান ঘ) বিভব
২৪। অপারেশন থিয়েটারের বিদ্যুৎ কেমন থাকা উচিত?
ক) আধানমুক্ত খ) আধানযুক্ত
গ) অপরিবাহী ঘ) গ্লাভসবিহীন
২৫। নিচের কোনটি তড়িৎ পরিবাহক?
ক) কাচ খ) কাঠ
গ) পৃথিবী ঘ) তুলা
২৬। বিভব পার্থক্যের একক কী?
ক) ওহম খ) ভোল্ট
গ) ওয়াট ঘ) কুলম্ব
২৭। বিভবের কী আছে?
ক) মান খ) দিক
গ) মান ও দিক উভয়ই ঘ) তাপমাত্রা
আরো পড়ুন : স্থির তড়িৎ অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
২৮। উত্তপ্ত স্টিম রোলারের মধ্য দিয়ে কী চালনা করা হয়?
ক) তাপ খ) কাগজ
গ) বিদ্যুৎ ঘ) স্প্রে
২৯। আহিত কাপড় বদলানোর সময় কোনটি ঘটতে পারে?
ক) শক খ) কাপড় ছিঁড়তে পারে
গ) তাপ বৃদ্ধি পাবে ঘ) তাপ হ্রাস পাবে
৩০। বায়ুমণ্ডলে কোনটি থাকে?
ক) পানি খ) বরফ
গ) জলীয় বাষ্প ঘ) সবগুলো
৩১। যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয় না, সেগুলো-
i) পরিবাহক
ii) অন্তরক
iii) অপরিবাহক
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i ও iii ঘ) ii ও iii
৩২। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখার সঙ্গে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ তীব্রতার কী নির্দেশ করে?
i) মান ii) অবস্থান
iii) দিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ২১. গ, ২২. ঘ, ২৩. গ, ২৪. ক, ২৫.গ, ২৬. খ, ২৭. গ, ২৮. গ, ২৯. ক, ৩০. গ, ৩১. ঘ, ৩২. খ।
লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কবীর