বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান ইশমামুল হকের (১৭) বড় ভাই মুহিবুল হককে চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক পদে চাকরি দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে মুহিবুল হকের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক বলেন, ‘সোমবার (১২ আগস্ট) আমরা লোহাগড়ায় ইশমামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করি। তার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরির আশ্বাস দিই। এর ধারাবাহিকতায় আজ শহিদ ইশমামের বড় ভাই মুহিবুল হকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক হিসেবে কাজ করবেন।’
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র শহিদ ইশমাম নয়, আন্দোলনে শহিদ ও আহত ছাত্র-জনতার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা আহত ছাত্র-জনতার সুচিকিৎসার ব্যবস্থা নিয়েছি, তাদের চিকিৎসার পাশাপাশি আমরা আর্থিক সহায়তা দেব এবং তাদের পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।’
এ সময় ইশমামের বড় ভাই মুহিবুল হক বলেন, ‘চাকরির আশ্বাস দেওয়ার মাত্র দুই দিনের মাথায় নিয়োগপত্র পেলাম। জেলা প্রশাসনের দ্রুত এমন উদ্যোগের জন্য আমি কৃতজ্ঞ। ইশমামকে হারিয়ে দিশাহারা আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ।’
এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তানভীর-আল-নাসীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) মো. সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ কে এম গোলাম মোর্শেদ, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাছান এবং সিনিয়র সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর ফারহানুর রহমান প্রমুখ।
ইফতেখারুল/ইসরাত চৈতী/অমিয়/