ঢাকা ৫ বৈশাখ ১৪৩২, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
English
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মানিকগঞ্জে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারে শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:২১ এএম
মানিকগঞ্জে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারে শিক্ষক গ্রেপ্তার
শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিদ্দিকনগর দরবার শরীফ মাদরাসার শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জে এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিদ্দিকনগর দরবার শরীফ মাদরাসার শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ। এর আগে, বুধবার রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদ্রাসা শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

এ বিষয়ে ওসি এসএম আমান উল্লাহ জানান, গ্রেপ্তার মাদরাসা শিক্ষককে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

আসাদ জামান/সুমন/

বোরো ফসলের ক্ষতি ‘সোনালি স্বপ্ন ভেঙে গেছে’

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১১:০৫ এএম
‘সোনালি স্বপ্ন ভেঙে গেছে’
মৌলভীবাজারের কাউয়াদীঘির হাওরপারের বিরাইমবাদ এলাকার কৃষকরা বোরো ফসল তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন। ছবি: খবরের কাগজ

‘বোরো ধানের প্রতিটি ছড়ায় পর্যাপ্ত ধান দেখা গিয়েছিল। কিন্তু ধান কাটার পর দেখা মিলছে চিটা। প্রতি বিঘায় যেখানে ১৮ থেকে ২০ মণ ধান পাওয়ার কথা ছিল, সেখানে ৮ থেকে ১০ মণ ধান পাব। ভাগ্য খারাপ, আমন ফসলের ক্ষতি বোরো ফসলে পুষিয়ে নেব ভেবেছিলাম। কিন্তু এবার তাও হলো না। আমার সোনালি স্বপ্ন ভেঙে গেছে।’ 

আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন, মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরপারের চাষি আহমদ মিয়া। টানা খরা ও অনাবৃষ্টিতে জেলার বিস্তীর্ণ হাওরের জমি শুকিয়ে যায়। ফলে ধানে পোকা ও চিটা দেখা দেয়। এ ছাড়া শিলাবৃষ্টিতে বোরো ধান বাড়িতে তুলতে পারবেন কি না, তা নিয়েই শঙ্কায় আছেন হাওরপারের কৃষকরা। 

স্থানীয় চাষিরা জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় জেলায় আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়। আমনের ক্ষতি পুষিয়ে বোরো মৌসুমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ছিল অনেক চাষির। কিন্তু বোরো মৌসুমে অনাবৃষ্টি ও খরায় পোকা ধরে ধান চিটা হয়ে গেছে। আমনের পর বোরো ফসলের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে অনেক কাঠখড় পোড়াতে হবে। সংসারে টানাপোড়েন শুরু হবে। 

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার বড় তিনটি হাওর হাকালুকি, হাইলহাওর ও কাউয়াদীঘি ছাড়াও ছোট ছোট হাওর এবং উপরিভাগে এ বছর ৬২ হাজার ২৪০ হেক্টর  জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। 

৮ বিঘা জমিতে বোরো আবাদ করেন রসুলপুর এলাকার চাষি আবদুর রকিব। প্রতি বিঘায় প্রায় ৭ হাজার টাকা খরচ হয়। তিনি বলেন, ‘প্রতি বিঘায় যেখানে ২০ মণ ধান পাওয়ার কথা ছিল, সেখানে ১০ মণ ধান পাব কি না সন্দেহ আছে। এখন ধারদেনা করে সংসার চালাতে হবে।’

পাড়াশিমইল গ্রামের চাষি মিজু আহমদ বলেন, ‘এবার আমাদের এলাকার অনেকেই আমন ধান ঘরে তুলতে পারেননি। বন্যায় সব তলিয়ে গিয়েছিল। বোরো ফসলই ভরসা ছিল, কিন্তু সেই বোরো ফসলেও পোকা ও চিটা হয়েছে। ১০ বিঘা জমি চাষ করি। খরচ হয় ৫০ হাজার টাকা, এখন খরচ তোলাই দায়।’

বানেশ্রী এলাকার চাষি পরিমল বিশ্বাস জানান, টানা খরা ও অনাবৃষ্টিতে হাওরের জমি শুকিয়ে যায়। ফলে ধানে পোকা ও চিটা দেখা দেয়। যে পরিমাণ ধান পাওয়ার কথা, এখন তার ধান অর্ধেক পাবেন। 

মৌলভীবাজার সদর উপজেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘এ অঞ্চলে ২০২৪ সালের বন্যায় আমন ফসলে ব্যাপক ক্ষতি হয়। এখন শিলাবৃষ্টি, অনাবৃষ্টি ও পানির অভাবে বোরো ফসল ক্ষতিগ্রস্ত হলো। হাওরের নদী-খাল খনন ও পানির উৎস থাকলে এ সমস্যার অনেকটা সমাধান হতো। কৃষকদের কৃষি ভর্তুকি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাই।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক জালাল উদ্দীন বলেন, ‘প্রকৃতির বিরূপ প্রভাবে কিছু জায়গায় বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে।’

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১১:০৩ এএম
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পাখিভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার নয়মাইল বাজারে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাখিভ্যানের চালক আব্দুর রাজ্জাক (৭০) ও মোহাম্মদজমা গ্রামের খান্দার পাড়ার সরোয়ার হোসেন (৭৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে পাখিভ্যানযোগে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দুর্ঘটনায় দুজন নিহতের খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। 

মিজানুর/সালমান/

কুমিল্লায় গ্রামীণ হাডুডু ও বলীখেলা

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১১:০১ এএম
আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ১১:০২ এএম
কুমিল্লায় গ্রামীণ হাডুডু ও বলীখেলা
কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বিকেলে হাডুডু ও বলীখেলার আয়োজন করা হয়। ছবি: খবরের কাগজ

বাংলা নববর্ষ উদযাপনকে রাঙিয়ে তুলতে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। ইট-কংক্রিটের দালানঘেরা শহুরে জীবনে প্রাণের স্পন্দন জাগাতে নগরীর প্রাণকেন্দ্র টাউন হল মাঠে গ্রামীণ ঐতিহ্যবাহী হাডুডু ও বলীখেলার আয়োজন করা হয়। বৈশাখের তৃতীয় দিন গত বুধবার সন্ধ্যায় গ্রামীণ এসব খেলা দেখতে মাঠের চারপাশে ভিড় করেন উৎসুক জনতা। সন্ধ্যায় শুরু হওয়া খেলা চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। খেলা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মধ্যরাতেও টাউন হল মাঠে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। মাঠের চারপাশে উঁচু দালানে ঘেরা, খুব বেশি মানুষের বসার জায়গা নেই। এর পরও দাঁড়িয়ে থেকেই হাজারও দর্শক খেলা উপভোগ করেছেন। 

আয়োজনের শুরুতে বুধবার বিকেলে জেলা হাডুডু দলের খেলোয়াড়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা থেকে আসা খেলোয়াড়দের নিয়ে লাল ও সবুজ নামে দুটি দল করা হয়। দুই পর্বের খেলায় সবুজ দলকে ৮ পয়েন্টে হারায় লাল দল। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় দর্শকদের বেশিরভাগ ছিল স্কুল, কলেজপড়ুয়া শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মুহূর্তগুলোতে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো টাউন হল মাঠ। 

সবুজ দলের খেলোয়াড় তানভীর আহমেদ বলেন, ‘এর আগে আমরা কুমিল্লা স্টেডিয়ামের ইনডোরে হাডুডু খেলেছি। এবার নিজের শহরে উন্মুক্ত মাঠে হাডুডু খেলে খুবই ভালো লাগছে। খোলা মাঠে মানুষের সমর্থন থাকে অন্য রকম। দর্শকরা যেমন উপভোগ করেছেন, তেমনি খেলোয়াড় হিসেবে আমাদের জন্যও ছিল উপভোগ্য।’ 

খেলা দেখতে আসা নগরীর কান্দিরপাড় এলাকার বস্ত্র ব্যবসায়ী নূর নবী বলেন, ‘ছোটবেলায় স্কুল-কলেজে হাডুডু খেলেছি। এর পর সময়ের অভাবে আর খেলাও হয়নি, দেখাও হয়নি। আজ আবার খেলা দেখে ভালো লাগল।’

বিকেলে হাডুডু খেলা শেষে সন্ধ্যার পরপরই শুরু হয় বলীখেলা। গ্রামবাংলার ঐতিহ্যের কুস্তি খেলা বলীখেলা নামে পরিচিত। ‘মামা-ভাগিনার বলীখেলা’ শিরোনামে ম্যাচগুলোতে অংশ নেন বিভিন্ন উপজেলা থেকে আসা খেলোয়াড়রা। ১০ মিনিটের প্রতিটি ম্যাচে যে বলী বিজয়ী হয়েছেন, তিনি পেয়েছেন অর্থ পুরস্কার।  পরাজিতরাও পুরস্কারের তালিকা থেকে বাদ যাননি। এবারের এই আয়োজনে যারাই অংশ নিয়েছেন, তারা সবাই পুরস্কৃত হয়েছেন। 

জেলা সদরের দক্ষিণ উপজেলার সোনাগাজী থেকে বলীখেলায় অংশ নেন মীর হোসেন জনি। তিনি বলেন, ‘এর আগে গ্রামে গ্রামে ঘুরে বলীখেলায় অংশ নিয়েছি। শীতের সময় বিভিন্ন গ্রামে এ খেলা বেশি হয়। এবারে প্রথম শহরে এসে খেলছি। অনেক দর্শক দেখে ভালো লাগছে।’  

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘এর আগে চট্টগ্রামের বলীখেলার নাম শুনেছি। টেলিভিশনে-পত্রিকায় বলীখেলার খবর দেখেছি। এই প্রথম বলীখেলা সামনাসামনি দেখছি। এ ধরনের খেলা আয়োজন করলে ক্রীড়াপ্রেমীরা সব সময়ই আনন্দ পাবে।’

ব্যতিক্রমী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, ‘চর্চার মাধ্যমে এসব গ্রামীণ খেলা আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আশা করছি, এ আয়োজন দেখে শহরের মানুষ ও নতুন প্রজন্ম দেশি ঐতিহ্যের খেলাধুলায় আরও বেশি আগ্রহী হবে।’ 

তিনি আরও বলেন, ‘কুমিল্লা অঞ্চলের কুস্তিগিরদের অনেক সুনাম রয়েছে। এবার বর্ষবরণ উপলক্ষে ঐতিহ্যবাহী এসব খেলা নগরবাসীকে মাতিয়ে রেখেছে। বিকেলে হাডুডু খেলার পর রাতে আয়োজন করা হয় বলীখেলার। সবাই মনভরে উপভোগ করেছেন। এটাই আমাদের প্রাপ্তি।’

ময়মনসিংহে বেড়েছে সবজি-মাছের দাম, কমেছে মুরগির

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৩৬ এএম
ময়মনসিংহে বেড়েছে সবজি-মাছের দাম, কমেছে মুরগির
ময়মনসিংহ শহরের মেছুয়া বাজারে কেনাবেচায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশির ভাগ সবজির দাম। একই সঙ্গে বেড়েছে মাছের দামও। তবে কমেছে মুরগির দাম। ক্রেতারা জানান, বাজারে সবজি ও মাছের প্রচুর সরবরাহ থাকলে যৌক্তিক কারণ ছাড়াই বিক্রেতারা দাম বাড়িয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ময়মনসিংহ শহরের মেছুয়া বাজারে বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বাউশ ও সিলভার কার্প মাছের দাম বেড়েছে ১০ থেকে ৬০ টাকা পর্যন্ত। অন্য মাছও বাড়তি দামে বিক্রি হচ্ছিল। ক্রেতারা কিছুটা কম দামে পেতে এক দোকান থেকে আরেক দোকানে ছুটছেন। 

বিক্রেতারা জানান, গত সপ্তাহে চিচিঙ্গা ৪০ টাকা কেজিতে বিক্রি হলেও বৃহস্পতিবার বিক্রি হয়েছে ৬০ টাকা, পটোল ৪০ টাকার পরিবর্তে ৬০ টাকা, করলা ৫০ টাকার পরিবর্তে ৬০, টমেটো ২০ টাকার পরিবর্তে ৩০, লতা ৬০ টাকার পরিবর্তে ৭০, কাঁচা পেঁপে ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকায় বিক্রি হয়েছে। তবে অপরিবর্তিত ছিল মটরশুঁটি, বরবটি, বেগুন, সজনে শসা, গাজর, কাঁচা মরিচ ও মিষ্টি লাউয়ের দাম। কমেছে লেবুর দাম। গত সপ্তাহে লেবু ৩০ থেকে ৪০ টাকা হালি বিক্রি হলেও গতকাল বিক্রি হয়েছে ২০ থেকে ৩০ টাকা হালি। 

রুই ও কাতল মাছ আকারভেদে ২৫০ থেকে ৩৩০ টাকা, বাউশ (ক্রস, কালো রঙের) ২০০ থেকে ৩৫০ টাকা, পাঙাশ ১৬০ থেকে ২১০, তেলাপিয়া ১৯০ থেকে ২৫০ টাকা কেজি বিক্রি হয়।

এদিকে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজি বিক্রি হলেও গতকাল বিক্রি হয়েছে ১৮০ টাকা, সাদা কক ২৯০ টাকার পরিবর্তে ২৬০ ও লাল কক ৩০০ টাকার পরিবর্তে ২৮০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া গরুর মাংস ৭৫০ ও খাসির মাংস ১ হাজার ১০০ টাকা কেজিতে বিক্রি হয়। অপরিবর্তিত ছিল ডিমের দাম। মুরগির ডিম ৪০ ও হাঁসের ডিম ৭০ টাকা হালি বিক্রি হয়েছে। 

সবজি ও মাছ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা যারা বেসরকারি চাকরিজীবী, বছর ঘুরলেও বেতন বাড়ানো হয় না। অথচ বিভিন্ন অজুহাতে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন।’ 

দাম বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে সবজি বিক্রেতা ইদ্রিস আলী সরল স্বীকারোক্তি, ‘সব খুচরা বিক্রেতারা দাম বাড়িয়েছেন। তাই আমিও একই দামে বিক্রি করছি। তারপরও খুব বেশি লাভ হচ্ছে না।’

একই বাজারের আড়তদার জয়নাল আবেদিন বলেন, ‘কোনো আড়তদার ইচ্ছামতো দামে মাছ বিক্রি করেন না। মাছ কেনার ক্ষেত্রে আমাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। এজন্য খুচরা পর্যায়ে দাম কিছুটা বেড়েছে।’

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আবদুস ছালাম বলেন, ‘বাজারগুলোতে অভিযান চালানো হবে। খুচরা বিক্রেতা ও আড়তদারদের মাছ কেনার রসিদ দেখা হবে। খুচরা পর্যায়ে যুক্তিসংগত কারণ ছাড়া অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজবাড়ী জেলা কারাগারে ভোগান্তির শিকার দর্শনার্থীরা

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:২৭ এএম
রাজবাড়ী জেলা কারাগারে ভোগান্তির শিকার দর্শনার্থীরা
রাজবাড়ী জেলা কারাগারের বন্দিদের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীরা বসার জায়গা না থাকায় দাঁড়িয়ে আছেন। ছবি: খবরের কাগজ

রাজবাড়ী জেলা কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সবচেয়ে বড় সমস্যা হলো, কারাগারের বাইরের অংশে দর্শনার্থীদের জন্য নির্ধারিত কোনো বসার ব্যবস্থা নেই। ফলে ঘণ্টার পর ঘণ্টা তাদের রোদে, বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। বিশেষ করে বর্ষাকালে সমস্যা প্রকট আকার ধারণ করে। 

সরেজমিনে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজবাড়ী জেলা কারাগারের মূল ফটকের সামনে গিয়ে দেখা যায়, প্রায় ২০ জন দর্শনার্থী ভেতরে থাকা স্বজনদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ শুরু হওয়া মুষলধারার বৃষ্টিতে তাদের কেউ আশপাশের দোকানে, কেউ-বা পার্ক করা ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে আশ্রয় নিতে বাধ্য হন।

রাজবাড়ী সদর উপজেলার বরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা রমজান ফকির বলেন, ‘ভাতিজা তিন মাস ধরে জেলে আছে। সকাল ৯টায় এসেছি, অথচ এখন বলা হচ্ছে দেখা হবে দুপুর ১টার পর। বসার জায়গা নেই। এর ওপর আবার বৃষ্টি। একদম ভিজে গেছি।’

ফরিদপুর থেকে আসা সুফিয়া বেগম বলেন, ‘সকালে এসেছি ছেলের সঙ্গে দেখা করতে, কিন্তু এখনো দেখা হয়নি। বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে আসা লতিফা আক্তার বলেন, ‘প্রতিমাসে স্বামীকে দেখতে আসি। ছেলেকেও সঙ্গে আনতে হয়। রোদ-বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে থাকা যায় না। এতে কষ্ট হয়।’

জানা গেছে, বর্তমানে রাজবাড়ী জেলা কারাগারে বন্দির সংখ্যা চার শতাধিক। কারাবিধি অনুযায়ী, গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীরা বন্দিদের সঙ্গে দেখা করতে পারেন। শীতকালে সময় কিছুটা কমে যায়। কিন্তু এ সময়ের মধ্যে কোথাও বসার ব্যবস্থা না থাকায় দর্শনার্থীদের ভোগান্তির সীমা থাকে না। 

দর্শনার্থীদের অভিযোগ, রাজবাড়ী জেলার প্রধান এই কারাগারে প্রতিদিন অসংখ্য মানুষ বন্দিদের সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু বছরের পর বছর ধরে যদি ন্যূনতম মানবিক সুযোগ-সুবিধা না থাকে, তা হলে এই ব্যবস্থাপনা প্রশ্নবিদ্ধ। এখন তাদের একটাই দাবি- অবিলম্বে যেন একটি ছায়াযুক্ত, শৌচাগারসহ বসার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার এনামুল কবির বলেন, ‘দর্শনার্থীদের বসার জায়গা নেই- এটা সত্যি। বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।’

বিষয়টি নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।