লালবাগের লাল বাঘ!
লুৎফর রহমান রিটন
আমার মায়ের ভাই হয় বাঘ
তাই তো সে বাঘ মামা,
হলুদ কালো ডোরায় আঁকা
মামার গায়ের জামা।
মামা আমার বড্ড রাগী
খামোখা যায় রেগে,
রাগলে মামা সবাই পালায়
দৌড়ে ঝড়ের বেগে।
মামা যখন গর্জে উঠে
হালুম হালুম করে-
বনটা কেমন কেঁপে ওঠে
ভয়াল থাবার ডরে!
হরিণগুলো এদিক সেদিক
দৌড়ে পালায় দ্রুত,
বনের পশু-পাখিরা হয়
বেদনা-আপ্লুত।
বাঘ মামাকে সমঝে চলে
বনের পশু-পাখি,
এমনকি বোন বাঁধতে চায় না
বাঘের হাতে রাখি...
ও বাঘ মামা ভয় দেখিয়ে
লাভটা কী হয় বলো!
তারচে ভালো তুমি সবার
বন্ধু হবে, চলো।
বনটা তোমার একার তো নয়!
বনটা সবার, নাকি?
চলো সবাই মিলেমিশে
বন্ধু হয়েই থাকি!
তোমার পিঠে চড়ে আমি
ঘুরব বনে বনে,
ভয়ভীতি নয় শান্তি আসুক
পশু-পাখির মনে।
ও বাঘ মামা রাগটা কমাও
এমন খুশির দিনে,
রাগ কমালে দেবো একটা
রঙিন জামা কিনে।
হলুদ কালো ডোরার জামা
পরবে তুমি কতো?
রঙিন জামা চাও না তুমি
প্রজাপতির মতো?
নীল নেবে? না সবুজ নেবে?
চাই টুকটুক লালও?
রাগটা তোমার কমাও না প্লিজ!
বাঘ মামা খুব ভালো।
নেংটু তুমি? পেন্টু নেবে?
লজ্জা পাচ্ছো মামা!
তোমার গায়ে পরিয়ে দেবো
টুকটুকে লাল জামা......
মোহনা জাহ্নবী