একাদশ অধ্যায় : চল তড়িৎ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩। শূন্য মাধ্যমে পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 10C-এ তড়িৎ প্রবাহ 5A, সুতরাং প্রবাহিত আধান-
i) 10s ii) 50s iii) 2s
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও ii ঘ) iii
২৪। নির্দিষ্ট সময়ে আধানের প্রবাহ দ্বিগুণ হলে তড়িৎ প্রবাহ-
i) অর্ধেক হবে ii) দ্বিগুণ হবে iii) চারগুণ হবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও ii ঘ) i ও iii
২৫। নিচের তথ্যগুলো লক্ষ করো-
i) গ্যালভানোমিটারের বিক্ষেপ তড়িৎ প্রবাহের সৃষ্টি করে
ii) গতিশীল আধান কর্তৃক চল তড়িৎ উৎপন্ন হয়
iii) গ্যালভানোমিটারের কাঁটা ক্ষণিকের জন্য বিক্ষিপ্ত হয়ে পরক্ষণেই আগের অবস্থায় ফিরে আসে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৬। তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়-
i) ধনাত্মক আধান প্রবাহের ফলে
ii) ঋণাত্মক আধান প্রবাহের ফলে
iii) আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii
গ) i ও ii ঘ) i ও iii
২৭। প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহ হলো-
i) ঋণাত্মক আধানের প্রবাহ
ii) ধনাত্মক আধানের প্রবাহ
iii) নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের প্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii
গ) i ও ii ঘ) i ও iii
২৮। পরিবাহীতার ওপর ভিত্তি করে কঠিন পদার্থগুলো হলো-
i) পরিবাহী ii) অপরিবাহী iii) অর্ধপরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii
২৯। অন্তরক পদার্থের ক্ষেত্রে-
i) কাচ, রাবার এগুলো অন্তরকের উদাহরণ
ii) অন্তরকের মধ্যে ইলেকট্রন থেকে
iii) অন্তরকের মধ্যদিয়ে তড়িৎ পরিবাহিত হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : চল তড়িৎ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
৩০। স্ক্রু ড্রাইভারের হাতল প্লাস্টিকে মোড়ানো থাকে কারণ প্লাস্টিক-
i) প্লাস্টিক বিদ্যুৎ পরিবহনে অক্ষম
ii) প্লাস্টিক অপরিবাহী পদার্থ
iii) প্লাস্টিক অর্ধপরিবাহী পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের চিত্রের আলোকে ৩১ থেকে ৩৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

৩১। তড়িৎ প্রবাহের প্রচলিত দিক অনুযায়ী উপরের চিত্রের প্রবাহ কোন দিকে ঘটবে?
ক) A থেকে B খ) B থেকে A
গ) প্রবাহ হবে না ঘ) কোনোটিই নয়
৩২। ঋণাত্মক আধান কোন দিকে যাবে?
ক) A থেকে B খ) B থেকে A
গ) প্রবাহ হবে না ঘ) কোনোটিই নয়
৩৩। উপরের উদ্দীপক থেকে বলা যায়-
i) তড়িৎ প্রবাহের প্রকৃত দিক হলো B থেকে A-এর দিকে
ii) A ও B-এর বিভবান্তর 10V
iii) B-এর বিভব পরিবর্তন করে 50V করলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কোনো একটি তড়িৎ কোষের দুই প্রান্তে সংযুক্ত কোনো পরিবাহক তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ১০১১টি ইলেকট্রন ডান দিক থেকে বাম দিকে প্রবাহিত হচ্ছে।
৩৪। তারের মধ্যদিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান কত?
ক) 1.6Cs খ) 1.6 x 10-2 Cs-1
গ) 1A ঘ) 0.01A
৩৫। তড়িৎ প্রবাহের দিক হবে-
i) তারের বাম থেকে ডান দিকে
ii) তারের ডান থেকে বাম দিকে
iii) তড়িৎ প্রবাহের কোনো দিক নেই
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i ও iii
উত্তর: ২৩. ঘ, ২৪. খ, ২৫. ঘ, ২৬. ঘ, ২৭. ঘ, ২৮. ঘ, ২৯. ক, ৩০. খ, ৩১. ক, ৩২. খ, ৩৩. ঘ, ৩৪. খ, ৩৫. ক।
লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কবীর