
অন্তত ২৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও ৭১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এবং তার স্ত্রী জিনাত পারভীন চৌধুরীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৪ মার্চ) দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নূর ই আলম চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ৫৭ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৭৯৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার নিজের আটটি ব্যাংক অ্যাকাউন্টে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৪০ টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে এবং ওইসব অ্যাকাউন্টে এখনো ২ কোটি ৫১ লাখ ৪১ হাজার ৩৫৮ টাকা স্থিতি আছে।
জিনাত পারভীন চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি তার স্বামীর ক্ষমতার অপব্যবহার করে এবং স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৩০৯ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ মামলায় নূর ই আলম চৌধুরীকে সহযোগী আসামি করা হয়েছে।