ফরিদপুরের সালথায় মানবপাচার মামলায় নাসিমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ মে) সকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (৩ মে) সকালে সদরপুরের কৃষ্ণপুর থেকে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার নাসিমা বেগম সালথা উপজেলার রামকান্তপুর এলাকার বাসিন্দা।
এসআই কবিরুল হক খবরের কাগজকে বলেন, ‘রামকান্তপুর এলাকার এক যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনায় মানবপাচারের মামলা করা হয়। এ মামলায় নাসিমাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
ফরিদপুরের অনেক বেকার তরুণকে বিভিন্ন দেশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ রয়েছে বিভিন্ন দালালের বিরুদ্ধে। এদের বেশিরভাগকেই লিবিয়া নিয়ে নির্যাতন করা হয়।
সঞ্জিব/পপি/অমিয়/