দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩৮ নিচের কোনটি জাবেদাভুক্ত হয় না?
ক. কেনা খ. অবচয়
গ. ফরমায়েশ ঘ. ট্রেডমার্ক
১৩৯. কেনা পণ্য ফেরত দিয়ে নগদ ৫০০ টাকা পাওয়া গেলে জাবেদা হবে-
ক. ক্রয় হিসাব ডেবিট ৫০০ টাকা, পাওনাদার হিসাব ক্রেডিট ৫০০ টাকা
খ. নগদান হিসাব ডেবিট ৫০০ টাকা, দেনাদার হিসাব ক্রেডিট ৫০০ টাকা
গ. নগদান হিসাব ডেবিট ৫০০ টাকা, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ৫০০ টাকা
ঘ. দেনাদার হিসাব ডেবিট ৫০০ টাকা, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ৫০০ টাকা
১৪০. ‘জার’ শব্দের অর্থ কী?
ক. সকাল খ. বিকেল
গ. রাত ঘ. দিবস
১৪১. মালিককে দিয়ে অতিরিক্ত মূলধন আনা হলো- এর জাবেদা কোনটি?
ক. ব্যাংক ডেবিট, মূলধন ক্রেডিট
খ. মূলধন ডেবিট, নগদ ক্রেডিট
গ. ব্যাংক ডেবিট, নগদ ক্রেডিট
ঘ. নগদ ডেবিট, মূলধন ক্রেডিট
১৪২. বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয়-
ক. একই ধরনের লেনদেন
খ. পৃথক পৃথক লেনদেন
গ. শুধুমাত্র একটি বিশেষ লেনদেন
ঘ. শুধুমাত্র নগদ লেনদেন
১৪৩. বিশেষ জাবেদাকে কয়টি শ্রেণিতে লিপিবদ্ধ করা হয়?
ক. ৫টি শ্রেণিতে খ. ৭টি শ্রেণিতে
গ. ৮টি শ্রেণিতে ঘ. ১০টি শ্রেণিতে
১৪৪. বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে কোনটি ডেবিট হবে?
ক. ক্রয় হিসাব খ. দেনাদার হিসাব
গ. আসবাবপত্র হিসাব ঘ. পাওনাদার
১৪৫. পুনরায় বিক্রির জন্য আলমারি কেনা হলে কোন হিসাব ক্রেডিট হবে?
ক. অফিস সরঞ্জাম হিসাব
খ. আসবাবপত্র হিসাব
গ. আলমারি হিসাব
ঘ. নগদান হিসাব
আরো পড়ুন : হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব
১৪৬. পাওনা অর্থ আদায়ের সঠিক জাবেদা কোনটি?
ক. নগদান ডেবিট; প্রাপ্য হিসাব ক্রেডিট
খ. অনাদায়ী পাওনা ডেবিট; প্রাপ্য হিসাব ক্রেডিট
গ. নগদান ডেবিট; অনাদায়ী প্রাপ্য হিসাব ক্রেডিট
ঘ. প্রাপ্য হিসাব দান ডেবিট; নগদান ক্রেডিট
১৪৭. নগদে পণ্য কেনা হিসাবের কোন প্রাথমিক বইয়ে লেখা হয়?
ক. ক্রয় জাবেদায় খ. নগদ জাবেদায়
গ. সাধারণ জাবেদায় ঘ. প্রদেয় নোট জাবেদায়
১৪৮. লেনদেনের স্বপক্ষে প্রমাণপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে হিসাবরক্ষকের কী করা উচিত?
ক. ভাউচার প্রস্তুত করা
খ. খতিয়ানে স্থানান্তর
গ. জাবেদা দাখিলা প্রণয়ন
ঘ. লেনদেন সম্পর্কে নোট রাখা
১৪৯. মি. আলম নগদ ৫,০০০ টাকা, ১০,০০০ টাকার ঋণ এবং ২০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে একটি ব্যবসা শুরু করল। এর জন্য কোন ধরনের দাখিলা দিতে হবে?
ক. সরল দাখিলা খ. মিশ্র দাখিলা
গ. সমন্বয় দাখিলা ঘ. সমাপনী দাখিলা
১৫০. প্রারম্ভিক মজুতের জাবেদা কোন জাবেদায় লিখতে হয়?
ক. সমন্বয় জাবেদা খ. উল্টানো জাবেদা
গ. প্রারম্ভিক জাবেদা ঘ. সমাপনী জাবেদা
১৫১. বেতন দেওয়ার জন্য কোন প্রমাণ দলিল ব্যবহার করা হয়?
ক. চালান খ. ডেবিট ভাউচার
গ. ক্রেডিট ভাউচার ঘ. জার্নাল ভাউচার
উত্তর: ১৩৮। গ, ১৩৯। গ, ১৪০। ঘ, ১৪১। ঘ, ১৪২। গ, ১৪৩। খ, ১৪৪। ক, ১৪৫। ঘ, ১৪৬। ক, ১৪৭। গ, ১৪৮। গ, ১৪৯। খ, ১৫০। গ, ১৫১। ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর