বাগেরহাটের ফকিরহাটে সরকার পরিবর্তনের পর জানমালের নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে সার্বিক বিষয় নিয়ে মন্দির কমিটিসহ সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেছেন ২৮ পদাতিক বরিশাল সেনানিবাসের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের হাসনাত।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দির চত্বরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের হাসনাত বলেন, ‘ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পরিবর্তন হয়েছে। তাই হামলা, ভাঙচুর থেকে রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।’
তিনি বলেন, ‘এখন ধীরে ধীরে সব ঠিক হয়ে আসছে। সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অগ্নিসংযোগ, লুটপাট, জমিদখল নিয়ন্ত্রণে আসছে। চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও হাট-বাজার দখল করলে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন। এ কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি।’
সভায় উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ রায় কেষ্ট, সাধারণ সম্পাদক সুমন ধর, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুরারী মোহন পাল, ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরের সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রশান্ত মোদক বাবু, কোষাধ্যক্ষ অশোক কুমার ঘোষ, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামসহ অন্যরা।
এ ছাড়া এদিন সেনাবাহিনীর কর্মকর্তারা মন্দিরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন ও মতবিনিময় করেন।
রিফাত মাহামুদ/ইসরাত চৈতী/অমিয়/