ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি লেসনভিত্তিক প্রশ্ন: ইংরেজি প্রথম পত্র

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১২:৪৩ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ এএম
লেসনভিত্তিক প্রশ্ন: ইংরেজি প্রথম পত্র

Unit-4, Lesson-2

সুপ্রিয় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের ইংরেজি প্রথম পত্রের Unit-4,  Lesson-2 থেকে Question No. 1-এর ‘A’ থেকে ১০টি MCQ Questions এবং ‘B’ থেকে ৫টি Comprehension Questions  ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

1. Read the passage and answer question A.
When I first met Sheikh Kamal at the end of 1969, he was already known everywhere in the country as the eldest son of Bangabandhu Sheikh Mujibur Rahman, the undisputed leader of the Bangalis, the man we love to think of as Friend of Bengal. I, on the other hand, was the son of middle class parents and not exceptional in any sense. And yet when I was introduced to him in front of the entry of the Kala Bhaban or the Arts Building of the University of Dhaka by a mutual friend, he greeted me with the friendliest of smiles and a warm handshake. He made me feel instantly that I would be his friend. He was hugely popular in his own right by then. I already knew a lot about him from my Dhanmondi friends. For example, I knew that he was quite good at basketball and cricket, actively interested in music, always lively and full of good spirits. These qualities never deserted him. He was also known to be a tireless organizer- in student politics, of course, but also in the sports and cultural arenas. Although we never met regularly after 1971, he continued to be warm and friendly, whenever we met, inside or outside the university. 
A. Choose the correct answer from the alternatives. 
(a) According to the passage, in the country —- 1969, Sheikh Kamal had already been known everywhere. 
i. after             ii. before     
iii. around the close of     iv. near
Ans: around the close of.
(b) From the familial point of view, the writer places Sheikh Kamal at —- level. 
i. a superior     ii. an equal 
iii. an inferior     iv. not a higher 
Ans: a superior. 
(c) Sheikh Kamal had the —- smile to offer anyone he met. 
i. brightest     ii. loudest 
iii. widest     iv. warmest
Ans: warmest.
(d) According to the passage, Sheikh Kamal had the —- approach to receive anyone.
 i. most intelligent     ii. easiest
 iii. simplest         iv. widest 
Ans: easiest. 
(e) Sheikh Kamal could make a friend of anyone very —-. 
 i. quickly     ii. slowly 
iii. fast         iv. steadily
Ans: quickly. 
(f) The term ‘in his own right’ expresses his —-. 
i. intelligence     ii. qualities 
iii. prudence     iv. honesty
Ans: qualities.
(g) The word ‘hugely’ may be replaced best by —-. 
i. thoroughly     ii. lightly 
iii. seriously     iv. widely
Ans: widely.
(h) Sheikh Kamal was strong —- basketball and cricket. 
i. into     ii. with     iii. in     iv. at 
Ans: in.
(i) The expression ‘full of spirits’ indicates —-. 
i. strength     ii. life force 
iii. maturity     iv. intelligence
Ans: life force.
(j) Sheikh Kamal could stick to —- forever.
i. friendship     ii. indifference 
iii. detachment     iv. engagement 
 Ans: friendship.
B. Answer the following questions. 
(a) At what stage was Sheikh Kamal when the writer was introduced to him?
Ans: When the writer was introduced to Sheikh Kamal, the latter was already known everywhere in the country as the eldest son of Bangabandhu Sheikh Mujibur Rahman, the undisputed leader of the Bangalis, the man people love to think of as the Friend of Bengal. 
 (b) Where and how did the writer meet Sheikh Kamal for the first time?
Ans: The writer met Sheikh Kamal for the first time in front of the entry of the Kala Bhaban or the Arts Building of the University of Dhaka by a mutual friend. 
(c) How did Sheikh Kamal greet him? How did the writer feel? 
Ans: Sheikh Kamal greeted him very warmly with the friendliest of smiles and a warm handshake. The writer instantly felt very impressed and was led to think that he would be Sheikh Kamal’s friend. 
(d) What had the writer known about Sheikh Kamal before he was introduce to the latter? 
Ans: Before the writer was introduce to Sheikh Kamal, he knew that Sheikh Kamal was quite good at basketball and cricket, actively interested in music, always lively, and he was full of good spirits as well.
(e) What was the writer’s experience with Sheikh Kamal after 1971? 
Ans: The writer’s experience with Sheikh Kamal after 1971 was that although they never met regularly after 1971, Sheikh Kamal continued to be warm and friendly, whenever they met, inside or outside the university.

লেখক : সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান, ইংরেজি বিভাগ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা

জাহ্নবী

কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:৩৭ পিএম
কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
শিক্ষার্থীরা ল্যাপটবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাস করছে। প্রতীকী ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর  নিরাপত্তা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক) ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টর
খ) অ্যান্টি ভাইরাস ইনস্টল 
গ) টেম্পরারি ফাইল সংরক্ষণ 
ঘ) ক্যাশ মেমোরির ফাইল সংরক্ষণ

২। কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে কী করতে হবে?
ক) RAM পরিবর্তন করতে হয়         
খ) ROM পরিবর্তন করতে হয়
গ) Power supply পরিবর্তন করতে হয়
ঘ) CMOS পরিবর্তন করতে হয়

৩। ইলেকট্রনিক যন্ত্রগুলো কীসের মাধ্যমে পরিচালিত হয়?
ক) সফটওয়্যার         খ) বিদ্যুৎ 
গ) হার্ডওয়্যার           ঘ) ডেটা

৪। কোন আইনটি সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে?
ক) কপি সেভ আইন             খ) কপি লেফট আইন
গ) কপি প্রটেকশন আইন     ঘ) কপিরাইট আইন

৫। নিচের কোন পাসওয়ার্ডটি সুরক্ষিত? 
ক) 12345678
খ) habib&tuhin38S@dha
গ) [email protected]
ঘ) habib 38

৬। ট্রাবল শুটিং কথাটি নিচের কোনটির জন্য প্রযোজ্য?
ক) হিউম্যান ওয়্যার         খ) ফার্মওয়্যার
গ) সফটওয়্যার               ঘ) হার্ডওয়্যার

আরো পড়ুন : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব

৭। বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইন চালু হয়?
ক) ১৯৭১ সালে         খ) ২০০৯ সালে 
গ) ২০১১ সালে         ঘ) ২০১৩ সালে

৮। জটিল পাসওয়ার্ডে থাকে?
i. অক্ষর             ii. সংখ্যা 
iii. বিশেষ চিহ্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii             খ) i ও iii 
গ) ii ও iii             ঘ) i, ii ও iii

৯। অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে কোনটি?
ক) ডিস্ক রিমুভার                    খ) ডিস্ক এডিটর
গ) ডিস্ক ডিফ্র্যাগমেন্টার         ঘ) ডিস্ক রিডার

১০। কোনটি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ?
ক) ম্যালওয়্যার         খ) উইন্ডোজ         
গ) সফটওয়্যার         ঘ) হার্ডওয়্যার

১১। ‘কুকিজ’ থাকে-
ক) ব্রাউজারে            খ) ওয়েবসাইটে 
গ) সার্চ ইঞ্জিনে          ঘ) অপারেটিং সিস্টেমে

১২। প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় নিচের কোনটি তৈরি হয়?
ক) বেশ কিছু doc ফাইল তৈরি হয়    
খ) Virus দিয়ে আক্রান্ত হয়
গ) বেশ কিছু temp ফাইল তৈরি হয়    
ঘ) বেশ কিছু HTML ফাইল তৈরি হয়

উত্তর: ১. ক, ২. ঘ, ৩. ক, ৪. ঘ, ৫. খ, ৬. ঘ, ৭. খ, ৮. ঘ, ৯. গ, ১০. ক, ১১. ক, ১২. গ।

লেখক : শিক্ষক 
লৌহজং পয়শা উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

পড়ে পাওয়া গল্পের ৩টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:১৮ পিএম
পড়ে পাওয়া গল্পের ৩টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষক ছুটি দেওয়ায় শিক্ষার্থীরা খুশি। ছবি- সংগৃহীত

গল্প : পড়ে পাওয়া

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: লেখকের মন থেকে কেন ভূতের ভয় চলে যায়?
উত্তর: লেখকের মন থেকে ভূতের ভয় চলে যাওয়ার কারণ হলো, লেখক ও তার বন্ধু বাদল টাকার বাক্স কুড়িয়ে পেয়েছে, যা তাদের মনে শিহরণ সৃষ্টি করে।
তেঁতুলগাছে ভূত থাকে বলে গ্রামে প্রচলিত আছে। গ্রামের মানুষ এ প্রথাকে মান্য করে। লেখক ও তার বন্ধু বাদল সন্ধ্যার সময় তেঁতুলতলা দিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় তারা একটি বাক্স কুড়িয়ে পায়। ফলে ভূতের ভয় তাদের মনে জাগ্রত হওয়ার বদলে অজানা শিহরনের সৃষ্টি হয়। মূলত এ কারণেই লেখকের মন থেকে ভূতের ভয় চলে যায়।

প্রশ্ন: লেখক ও তার বন্ধুরা গুপ্ত মিটিংয়ে বসে কেন?
উত্তর: লেখক ও তার বন্ধুরা গুপ্ত মিটিংয়ে বসে কুড়িয়ে পাওয়া বাক্সের যথাযথ ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়ার জন্য।
লেখক ও তার বন্ধু বাদল ওই টিনের সবুজ বাক্স কোথায় রাখা হবে, কীভাবে তা প্রকৃত মালিকের হাতে পৌঁছে দেবে, এসব উপায় স্থির করার জন্যই লেখক তার বন্ধুদের সঙ্গে গোপন পরামর্শ করেছিল। তাদের এ পরামর্শ পরে কাজে লেগেছিল।

আরো পড়ুন : পড়ে পাওয়া গল্পের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব

প্রশ্ন: বিধু কেন ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ দিল?
উত্তর: বিধু ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ দেওয়ার কারণ হলো, কুড়িয়ে পাওয়া বাক্সের প্রকৃত মালিকের সন্ধান পাওয়ার জন্য বিজ্ঞাপনের ব্যবস্থা করা।
লেখক ও তার বন্ধুরা যখন বাক্সের প্রকৃত মালিককে খুঁজে বের করার বিড়ম্বনা নিয়ে জল্পনা-কল্পনা করছে, তখন বিধু এ সমস্যা সমাধানের জন্য বিজ্ঞাপন দেওয়ার কথা চিন্তা করে। তারা যে বাক্স কুড়িয়ে পেয়েছে তা সবার কাছে বলে বেড়ানোর চেয়ে বিজ্ঞাপন দেওয়াটা যুক্তিসংগত। তাই আসন্ন বিড়ম্বনার নিরসন ও সহজ উপায়ে বাক্সের মালিকের খোঁজ পাওয়ার জন্য বিজ্ঞাপনের ব্যবস্থা করে বিধু তার বন্ধুদের ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ দেয়।

লেখক : সিনিয়র শিক্ষক, বাংলা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

কবীর

রাষ্ট্র, নাগরিকতা ও আইন  অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:০৫ পিএম
রাষ্ট্র, নাগরিকতা ও আইন  অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

ষষ্ঠ অধ্যায় : রাষ্ট্র, নাগরিকতা ও আইন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

(গত ২১ জুন প্রকাশের পর)

৭। ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা’ রাষ্ট্রের কোন ধরনের কাজ?
ক) ঐচ্ছিক কাজ          খ) আবশ্যক কাজ
গ) অপরিহার্য কাজ        ঘ) অনাবশ্যক কাজ

৮। রাষ্ট্র প্রধানত কত ধরনের ভূমিকা পালন করে?
ক) ২ ধরনের         খ) ৩ ধরনের
গ) ৪ ধরনের          ঘ) ৫ ধরনের

৯। ‘জনগণের অধিকার রক্ষা’ রাষ্ট্রের কোন ধরনের কাজ?
ক) ঐচ্ছিক কাজ          খ) আবশ্যক কাজ
গ) অপরিহার্য কাজ        ঘ) অনাবশ্যক কাজ

১০। সার্বভৌমত্বের মূল বৈশিষ্ট্য-
i. রাষ্ট্রের স্বাধীনতার ধারক
ii. রাষ্ট্রের চরম ক্ষমতা
iii. বিচারিক কাজ
নিচের কোনটি সঠিক? 
ক) i ও iii             খ) ii ও iii 
গ) i ও ii              ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপক পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

একজন দার্শনিকের মতে, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত হয় একটি নির্দিষ্ট সংগঠন।

১১। ওপরের উদ্দীপকে কোন দার্শনিকের কথা বলা হয়েছে?
ক) গার্নার                 খ) প্লেটো 
গ) অ্যারিস্টটল         ঘ) ম্যাকাইভার 

১২। ওপরের উদ্দীপকের নির্দিষ্ট সংগঠনের উপাদান হলো-
i. সার্বভৌমত্ব
ii. সরকার
iii. ভূখণ্ড
নিচের কোনটি সঠিক? 
ক) i ও iii             খ) ii ও iii 
গ) i ও ii               ঘ) i, ii ও iii

১৩। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ কোনটি?
ক) জনগণের চিকিৎসা ব্যয় মেটানো 
খ) জনগণকে শিক্ষিত করে তোলা
গ) নদী খননের ব্যবস্থা করা 
ঘ) অবকাঠামো নির্মাণ

আরো পড়ুন : রাষ্ট্র, নাগরিকতা ও আইন অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব

১৪। রাষ্ট্র গঠনের পূর্বশর্ত ও রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?
ক) সার্বভৌমত্ব         খ) নির্দিষ্ট ভূখণ্ড
গ) জনসমষ্টি             ঘ) সরকার

১৫। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
ক) রুশো                 খ) জন লক     
গ) ম্যাকাইভার         ঘ) অ্যারিস্টটল

১৬। বর্তমানে নগর রাষ্ট্রের বদলে কোন রাষ্ট্রের উদ্ভব ঘটেছে?
ক) জাতীয় রাষ্ট্রের             খ) আধুনিক রাষ্ট্রের     
গ) গণতান্ত্রিক রাষ্ট্রের         ঘ) সমাজতান্ত্রিক রাষ্ট্রের

১৭। নাগরিকের অন্যতম দায়িত্ব-
i. ভোট দেওয়া
ii. সংবিধান মেনে চলা
iii. আইনের প্রতি সম্মান দেখানো
নিচের কোনটি সঠিক? 
ক) i ও iii             খ) ii ও iii
গ) i ও ii              ঘ) i, ii ও iii

১৮। কেউ আইন অমান্য করলে সমাজে কী দেখা যায়?
ক) অপরাধ             খ) শৃঙ্খলা         
গ) বিশৃঙ্খলা            ঘ) অসচেতনতা

১৯। আইনের অনুশাসন হলো-
i. রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা
ii. আইনের প্রাধান্য
iii. সাম্য প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক? 
ক) i ও iii             খ) ii ও iii 
গ) i ও ii             ঘ) i, ii ও iii

উত্তর: ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. গ, ১১. গ, ১২. ঘ, ১৩. খ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. খ।

লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

বীরের রক্তে স্বাধীন এ দেশ প্রবন্ধের ১টি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:৫৭ পিএম
বীরের রক্তে স্বাধীন এ দেশ প্রবন্ধের ১টি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
শিক্ষার্থীরা শিক্ষকের পাঠদান শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

বীরের রক্তে স্বাধীন এ দেশ

পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ থেকে প্রশ্ন ও উত্তর

অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নের উত্তর লেখ।

ডিসেম্বরের ১০ তারিখ। মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা। মুক্তিযোদ্ধাদের নৌ জাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মোংলা বন্দর দখল করে নিয়েছে। এবার খুলনা দখলই লক্ষ্য। ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছেন তারা। 
জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে। এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিনরুমে ছিলেন। ইঞ্জিনরুমের ওপরে বোমা পড়েছিল। ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে। তার ডান হাতটি উড়ে গিয়েছিল। তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন। কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার। তিনি শহিদ হলেন। খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা। এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ আজ মুক্ত। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করি। দেশের এ সব বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত।

আরো পড়ুন : বীরের রক্তে স্বাধীন এ দেশ প্রবন্ধের ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব

প্রশ্ন: ‘বীরের রক্তে স্বাধীন এ দেশ’ প্রবন্ধটি    কোন ধরনের গদ্য? মুক্তিযোদ্ধাদের দুটি জাহাজের নাম কী ছিল?
উত্তর: ‘বীরের রক্তে স্বাধীন এ দেশ’ একটি শিক্ষামূলক গদ্য। এই গদ্যে লেখক মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের গৌরবগাথা বর্ণনা করেছেন। 
মুক্তিযোদ্ধাদের দুটি জাহাজের নাম ছিল বিএনএস পলাশ ও বিএনএস পদ্মা।

এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের মডেল টেস্ট-২-এর ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:১৯ পিএম
এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের মডেল টেস্ট-২-এর ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

মডেল টেস্ট-২-এর বাকি অংশ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭। ‘প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে’-এ কথা কে বলতেন? 
(ক) মা              (খ) ভাই 
(গ) পূর্বপুরুষ    (ঘ) বড় বোন 

১৮। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে? 
(ক) বাংলাদেশের প্রকৃতি 
(খ) রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ 
(গ) মৃত্যু চেতনা      
(ঘ) বিদ্রোহী চেতনা

 নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ। 

‘জন্মিলে মরিতে হবে
অমর কে কোথা কবে? 
চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে।’

১৯। ওপরের উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার বিষয়বস্তুকে নির্দেশ করে? 
(ক) ফেব্রুয়ারি ১৯৬৯    (খ) বিদ্রোহী 
(গ) প্রতিদান                  (ঘ) সোনার তরী 

২০। ওপরের উদ্দীপকের বক্তব্যের সঙ্গে নির্দেশিত কবিতার অন্তর্গত মিল-
i. বিষয়বস্তুতে 
ii. মৃত্যুর অনিবার্যতায় 
iii. বিচিত্র ভাবনায় 
নিচের কোনটি সঠিক? 
(ক) i ও ii         (খ) i ও iii
 (গ) ii ও iii       (ঘ) i, ii ও iii

২১। ‘চির উন্নত মম শির’-এ চরণে কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হলো-
i. আত্মজাগরণ 
ii. আত্মমর্যাদার অহংকার 
iii. আদর্শবোধে অটল স্থিতি 
নিচের কোনটি সঠিক? 
(ক) i ও ii         (খ) i ও iii
 (গ) ii ও iii       (ঘ) i, ii ও iii

২২। কাজী নজরুল ইসলাম কত সালে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন? 
(ক) ১৯৪০ সালে     
(খ) ১৯৫০ সালে
(গ) ১৯৬০ সালে     
(ঘ) ১৯৭০ সালে

২৩। ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত? 
(ক) স্বরবৃত্ত          (খ) মাত্রাবৃত্ত 
(গ) অক্ষরবৃত্ত      (ঘ) গদ্যছন্দ 

২৪। ‘আঠারো বছর বয়স’ কীসে বাঁচে? 
(ক) দুর্যোগে আর ঝড়ে     
(খ) শান্তি ও অশান্তিতে 
(গ) হাসি ও কান্নায়     
(ঘ) সংগ্রাম ও শান্তিতে 

আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের মডেল টেস্ট-২-এর ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব

২৫। ‘ভিক্টরি অর ডেথ’ সংলাপটি কে বলেছিল? 
(ক) হলওয়েল    
(খ) ক্যাপ্টেন ক্লেটন 
(গ) ওয়াটস        
(ঘ) রজার ড্রেক

 ২৬। ‘এমন শুভ দিনটি থমথমে করে দিয়ে গেল।’ জগৎশেঠ কার উদ্দেশে এই উক্তি করে? 
(ক) মানিকচাঁদের     
(খ) মিরনের 
(গ) উমিচাঁদের     
(ঘ) মোহনলালের

 ২৭। ‘সিরাজউদ্‌দৌলা’ নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য সংঘটনের কাল কোনটি? 
(ক) ১৯৫৬ সালের ১৯ জুন 
(খ) ১৯৫৭ সালের ১ জানুয়ারি 
(গ) ১৯৫৭ সালের ২ মার্চ 
(ঘ) ১৯৫৬ সালের ৩ জুলাই

২৮।  ‘মরা মানুষ জিন্দা হয় ক্যামনে’ উক্তিটি কার? 
(ক) খালেক ব্যাপারীর    
(খ) হাসুনির মার
(গ) মজিদের     
(ঘ) আক্কাসের 

২৯। সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়? 
(ক) ১৯৪৫ সালে    (খ) ১৯৪৬ সালে
(গ) ১৯৪৭ সালে    (ঘ) ১৯৪৮ সালে

৩০। ‘লালসালু’ উপন্যাসের অধিকাংশ চরিত্রগুলো কোন ধরনের-
i. কুসংস্কারাচ্ছন্ন     
ii. শোষিত ও বঞ্চিত
iii. দরিদ্র গ্রামবাসী 
নিচের কোনটি সঠিক? 
(ক) i ও ii         (খ) i ও iii
(গ) ii ও iii        (ঘ) i, ii ও iii

উত্তর: ১৭. ক, ১৮. খ, ১৯. ঘ, ২০. ক, ২১. ঘ, ২২. গ, ২৩. খ, ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ঘ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর