
কবিতা : তাহারেই পড়ে মনে
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-২৯. গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কেমন?
উত্তর: গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি সংলাপনির্ভর।
প্রশ্ন-৩০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কেমন গানের কথা জানতে চেয়েছেন?
উত্তর: কবি বসন্তের আগমনী গানের কথা জানতে চেয়েছেন।
প্রশ্ন-৩১. কবি শীতকে কী রূপে কল্পনা করেছেন?
উত্তর: কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।
প্রশ্ন-৩২. কোন ঋতুর কারণে কবি রিক্ত ও বিষণ্ন হয়ে আছেন?
উত্তর: শীত ঋতুর কারণে কবি রিক্ত ও বিষণ্ন হয়ে আছেন।
প্রশ্ন-৩৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় পুষ্পশূন্য কোন পথ?
উত্তর: কবিতায় পুষ্পশূন্য হলো দিগন্তের পথ।
প্রশ্ন-৩৪. ‘অলখ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অলখ’ শব্দের অর্থ অলক্ষ বা দৃষ্টির অগোচর।
প্রশ্ন-৩৫. ‘উত্তরীয়’ শব্দটির অর্থ কী?
উত্তর: চাদর।
প্রশ্ন-৩৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর: কবি সুফিয়া কামাল।
প্রশ্ন-৩৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১৯৩৫ সালে প্রথম প্রকাশিত হয়।
প্রশ্ন-৩৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার কততম সংখ্যায় প্রকাশিত হয়?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার নবম বর্ষ ষষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়।
আরো পড়ুন : তাহারেই পড়ে মনে কবিতার ২১টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ৩য় পর্ব
প্রশ্ন-৩৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কী প্রকাশ পেয়েছে?
উত্তর: কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্ক এবং প্রিয়জনের বিয়োগব্যথার অভিব্যক্তি প্রকাশ পেয়েছে।
প্রশ্ন-৪০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কীসের ছায়াপাত ঘটেছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে।
প্রশ্ন-৪১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির মন কীসে আচ্ছন্ন হয়ে যায়?
উত্তর: কবির মন রিক্ততার হাহাকারে আচ্ছন্ন হয়ে যায়।
প্রশ্ন-৪২. কবি সুফিয়া কামালের কাব্য সাধনায় প্রেরণাপুরুষ কে ছিলেন?
উত্তর: কবির কাব্য সাধনায় প্রেরণাপুরুষ ছিলেন তার স্বামী সৈয়দ নেহাল হোসেন।
প্রশ্ন-৪৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কাকে মনে পড়ে?
উত্তর: কবির প্রিয়তম স্বামীর কথা মনে পড়ে।
প্রশ্ন-৪৪. কার মৃত্যুতে কবি সুফিয়া কামালের জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে?
উত্তর: স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে।
প্রশ্ন-৪৫. কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন কত সালে মারা যান?
উত্তর: কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন ১৯৩২ সালে মারা যান।
প্রশ্ন-৪৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার গঠনগত লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর