৮৬ রানে ৪ উইকেট হারানো ভারত দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেছিল। কিন্তু সেই ভালোটা ধরে রাখতে না পারায় অলআউট হতে হয়েছে ২৬৩ রানে। ফলে ২৮ রানের বেশি লিড নিতে পারেনি ভারত।
প্রথম দিন শেষ বিকালে ৮ বলের ঝড়ে ৩ উইকেট হারিয়ে ৮৪ রানে ৪ উইকেটের দলে পরিণত হয় ভারত। সেই বিপর্যয় সামলেছে দ্বিতীয় দিনে শুভমান গিল ও ঋষভ পন্তের ৯৬ রানের জুটি। ইশ সোধির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে পন্ত ৬০ রান করে আউট হলে ভেঙে যায় জুটি। ১৮০ রানে ভারত হারায় নিজেদের পঞ্চম উইকেট।
গিলের সঙ্গে জাদেজা মাঠে অবস্থান করে দুশো রান পারলেও ১ রানের ব্যবধানে জাদেজা ও সরফরাজের উইকেট হারিয়ে ২০৪ রানে ৭ উইকেটে পরিণত হয় ৭ উইকেটে।
ফিলিপসের বলে মিচেলকে ক্যাচ দিয়ে জাদেজা আউট হন ১৪ রানে আর সরফরাজ পারেননি রানের খাতাই খুলতে। আজাজ প্যাটেলের বলে টম ব্লুন্ডেলকে ক্যাচ দেন তিনি।
একপ্রান্ত আগলে রাখা শুভমান গিল শতকের কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৯০ রান করা গিলও আউট হন প্যাটেলের বলে মিচেলকে ক্যাচ দিয়ে। তখনও ভারত স্পর্শ করতে পারেনি নিউজিল্যান্ডের স্কোর। তার আগেই ৮ উইকেটের পতন ঘটে ২২৭ রানে।
স্রোতের বিপরীতে ৪টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৬ বলে ৩৮ রান করে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ওয়াশিংটন সুন্দর। মাঝে অশ্বিনকেও প্যাটেল সাজঘরে ফিরিয়ে দেন ব্যক্তিগত ৬ রানে সেই মিচেলের ক্যাচ বানিয়ে। ২৪৭ রানে ৯ উইকেট হারানো ভারত আর বেশিদূর এগোতে পারেনি আকাশ দীপ কোনো বল মোকাবেলা না করেই রানআউট হলে। ফলে ২৮ রানের লিড নিয়ে ২৬৩ রানে অলআউট হয় ভারত।
আজাজ প্যাটেল ৫ উইকেট শিকার করেন। ১টি করে উইকেট পান মাট হেনরি, গ্লেন ফিলিপস ও ইশ সোধি।