
ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এইচডব্লিউও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দুটি করেন সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।
পুতুলের বিরুদ্ধে করা একটি মামলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিক্ষকতার ভুয়া যোগ্যতা দেখিয়ে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জাল-জালিয়াতি করেছেন বলে অভিযোগ আনা হয়। অন্য মামলায় সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের নামে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে থেকে ৩৩ কোটি টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকেও আসামি করা হয়েছে।
অর্থ আত্মসাতের এজাহারে বলা হয়, অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও সূচনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন ওরফে সায়মা ওয়াজেদ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার যোগসাজশে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ প্রভাব খাটিয়ে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি ৫ লাখ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন, যা দুদকের তফসিলভুক্ত ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
অন্য মামলায় বলা হয়, সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দাখিল করা জীবনবৃত্তান্তে বিএসএমএমইউতে শিক্ষকতা/শিক্ষা ম্যানুয়েল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশ না নিয়েও নিজেকে বিএসএমএমইউর কাজের সঙ্গে সংযুক্ত থাকার মিথ্যা দাবি করে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতি করেছেন, যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।