
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ভারতের আশ্রয়ে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন তার কঠোর সমালোচনা করে বলেন, বাংলাদেশকে ভারতের উপনিবেশ করার হাসিনা-মোদী চক্রান্তের অংশ হিসেবে এই ভাষণ। বাংলাদেশকে অস্থিতিশীল করার হাসিনা-মোদির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানাই।
বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিরুদ্ধে যেভাবে তৎকালীন পূর্ববাংলার জনগণ রুখে দাঁড়িয়ে প্রতিরোধ যুদ্ধকে স্বাধীনতা যুদ্ধে বিকশিত করেছিলেন, ঠিক তেমনি জুলাই ২৪ এর ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট বাংলাদেশকে সাম্রাজ্যবাদী ভারতের শৃঙ্খল থেকে, ভারতের পদলেহী আওয়ামী-বাকশালী চক্রের ষড়যন্ত্র থেকে মুক্ত করতে হবে। অভ্যুত্থানকে বিকশিত করে ফ্যাসিবাদের রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক-আমলাতান্ত্রিক ভিত্তিভূমি উচ্ছেদের দিকে এগিয়ে নিতে হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র-শ্রমিক-জনতার রাজনৈতিক ক্ষমতাকে ‘সংস্কার কমিশনের’ গণ্ডির ভেতরে বেঁধে ফেলে একে যে গণতান্ত্রিক চেহারা দিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যস্ত আছে, তাতে বিদ্যমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।
মাহফুজ