আজ ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এই দিনে ভারতে সরকারি ছুটি দেওয়া হয়। আর এই স্বাধীনতা দিবসেই রুপালি পর্দায় আসছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। কারণ আজ ভারতজুড়ে মুক্তি পাচ্ছে তাপসীর সিনেমা ‘খেল খেল মে’। কমেডি ধাঁচের এই সিনেমাটি নির্মাণ করেছেন মুদাসসর আজিজ। তাপসী ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, ফারদিন খান ও বাণী কাপুরের মতো তারকা।
সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী তাপসী। এ সম্পর্কে তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘খেল খেল মে মূলত একটি ফ্যামিলি ড্রামা। ছবিতে রয়েছে বন্ধুত্বের গল্পও। আমি কমেডি গল্পে কাজ করতে সবসময় ভালোবাসি। তাই নির্মাতা মুদাসসর যখন আমাকে গল্প পাঠান, তখন গল্প পড়েই আমি হ্যাঁ বলে দিই। এ ছাড়া সিনেমায় অক্ষয় কুমার ও ফারদিন খানের মতো তারকা অভিনয় করেছেন। এজন্য কাজটি সবাই আনন্দ নিয়ে করেছি। শুধু আমার ছবি নয়, একই দিনে আরও দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। এই কারণে আরও বেশি ভালো লাগছে। আমার বিশ্বাস তিনটি ছবিই দর্শকদের ভালো লাগবে।’
আজ আরও মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার ও ড্রামা ধাঁচের ‘বেদা’, এবং ‘স্ত্রী ২’ সিনেমা দুটি। ‘বেদা’ ছবিতে নায়িকা চরিত্রে রয়েছেন শর্বরী ওয়াঘ। এর আগে সিনেমার ফার্স্টলুক ও ট্রেলারে তিনি নজর কাড়েন সবার।
এতে জন আব্রাহামের নায়িকা হিসেবে দেখা যাবে শর্বরী ওয়াঘকে। এটি পরিচালনা করেছেন নিখিল আদভানি। এ ছাড়া ‘স্ত্রী ২’ ছবিতে অভিনয় করেছেন বলিউড তারকা রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর। এটি ‘স্ত্রী’ ছবির সিক্যুয়েল।
জাহ্নবী